Jaya Bachchan: অভিষেকের নতুন ছবি 'দশভি'-র জন্য বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা মা জয়ার
বাবার পর এবার মা। সংসদের সতীর্থ সাংসদদের জন্য ছেলের নতুন ছবি 'দশভি' দেখার আয়োজন করলেন তিনি। রজনী পটেল থেকে শুরু করে শিবসেনা মন্ত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী সবাই ছবির বিষয়বস্তুটির প্রশংসা করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন অভিষেককেও।
মুম্বই: ছেলের ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন মা। অভিষেক বচ্চনের নতুন ছবি 'দশভি'-র জন্য় বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন মা জয়া বচ্চন। এই স্ক্রিনিং করা হয়েছিল কেবলমাত্র সংসদের সতীর্থ সাংসদদের জন্য।
আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে অভিষেক বচ্চন (Abhishek Bacchan), নিমরত কৌর (Nimrat Kaur) ও ইয়ামি গৌতম (Yami Gautam) অভিনীত 'দশভি'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
দুঁদে রাজনীতিবিদ, কিন্তু পড়াশোনা মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত। যদি পরিস্থিতির বদলে তাঁরই ইচ্ছা হয় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালানোর? ঠিক এমনই একটি গল্প বলবে 'দশভি'। সদ্য মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন, ইয়ামি গৌতম ও নিমরত কৌর অভিনীত নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সমস্ত কলাকুশলীদের সঙ্গে এই ট্রেলার শেয়ার করে নিয়েছেন অভিষেক বচ্চনও। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। আর ছেলের শেয়ার কর ট্রেলার দেখে মুগ্ধ বাবা অমিতাভ বচ্চনও। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সেই কথা।
আরও পড়ুন: 'আমার কাছে নববর্ষ মানে দোকানে দোকানে ঘুরে গোল্ডস্পট খাওয়া'
বাবার পর এবার মা। সংসদের সতীর্থ সাংসদদের জন্য ছেলের নতুন ছবি 'দশভি' দেখার আয়োজন করলেন তিনি। রজনী পটেল থেকে শুরু করে শিবসেনা মন্ত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদী সবাই ছবির বিষয়বস্তুটির প্রশংসা করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন অভিষেককেও।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবির অভিনেতা অভিনেত্রীদের লুক শেয়ার করে নিয়েছিলেন জুনিয়র বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টার শেয়ার করে অভিষেক লিখেছিলেন, 'গঙ্গারাম চৌধুরী আমার নাম'। তিনি শেয়ার করে নিয়েছেন নিমরত ও ইয়ামির লুকও। ইয়ামির ছবি শেয়ার করে অভিষেক লেখেন, 'জ্যোতি জী খুব কঠিন, ট্রেলারের আর কিছুটা সময় বাকি।' নিমরত কৌরের ছবি শেয়ার করে অভিষেক জানিয়েছেন, চিত্রনাট্য অনুযায়ী নিমরত তাঁর পত্নী।
এই ছবিতে ইয়ামি গৌতম অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে নিমরত কৌরকে দেখা যাবে এক রাজনীতিকের ভূমিকায়। সিনেমার পরিচালকের থাকছেন আসনে তুষার জালোটা। আর জিও স্টুডিওর সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনায় রয়েছেন দীনেশ বিজন। আগামী ৭ এপ্রিল রিলিজ করবে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে।
">