এক্সপ্লোর
Advertisement
পাতাল লোক ওয়েব সিরিজ: অনুষ্কার বিরুদ্ধে এফআইআর, বিরাটকে বিবাহ বিচ্ছেদের আর্জি বিজেপি বিধায়কের
পাতাল লোকে স্বস্তিকা মুখোপাধ্যায়, গুল পানাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত ও নীরজ কবি অভিনয় করেছেন।
নয়াদিল্লি: আমাজন প্রাইম ভিডিওতে এখন ‘পাতাল লোক’ নামে যে ওয়েব সিরিজ দেখা যাচ্ছে, সেটা নিয়ে প্রযোজক অনুষ্কা শর্মার বিরুদ্ধে এফআইআর করলেন বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর। তাঁর দাাবি, সম্মতি না নিয়েই ওই ওয়েব সিরিজে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এই ওয়েব সিরিজের প্রদর্শন বন্ধ করার আর্জি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিয়েছেন নন্দকিশোর। তাঁর অভিযোগ, এই ওয়েব সিরিজ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে। সেই কারণে তিনি জাতীয় সুরক্ষা আইনে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি অনুষ্কার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও এনেছেন।
অনুষ্কার বিরুদ্ধে শুধু অভিযোগ দায়ের করেই থেমে থাকেননি নন্দকিশোর, তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বিবাহ বিচ্ছেদের আর্জিও জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিজেপি বিধায়ক বলেছেন, ‘বিরাট কোহলি একজন দেশভক্ত। তিনি দেশের হয়ে খেলেন। তাঁর স্ত্রী অনুষ্কার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা উচিত।’
সম্প্রতি তাঁর শোয়ে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে অনুষ্কা ও তাঁর ভাই কর্ণেশ শর্মাকে আইনি নোটিস পাঠিয়েছেন আইনীজীবিদের গিল্ডের সদস্য বীরেন শ্রী গুরুঙ্গ। অনুষ্কা ও তাঁর ভাই ওই শোয়ের এগজিকিউটিভ প্রোডিউসার।
পাতাল লোকে স্বস্তিকা মুখোপাধ্যায়, গুল পানাগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয়দীপ আহলাওয়াত ও নীরজ কবি অভিনয় করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
আন্তর্জাতিক
জেলার
Advertisement