২০১৫-তে মিস পাকিস্তান ওয়ার্ল্ড খেতাব জয়ী তাহির তাঁর হট লুকের কারণে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছেন। ছবি-ইন্সটাগ্রাম
4/8
সোশ্যাল মিডিয়ায় পেশ সক্রিয় তাহির। অনুরাগীদের জন্য তিনি মাঝেমধ্যেই তাঁর ছবি পোস্ট করেন। ছবি-ইন্সটাগ্রাম
5/8
পাক বংশোদ্ভূত হওয়ায় তাহিরকে জাতিবিদ্বেষের মুখেও পড়তে হয়েছিল। এরপরও তিনি তাঁর কেরিয়ারে এগিয়ে গিয়েছেন। জিতেছেন অনেকগুলি পুরস্কার। ছবি-ইন্সটাগ্রাম
6/8
ছোটবেলাটা কেটেছে রাশিয়ায়। পরে তিনি পাকিস্তান বিউটি কুইন খেতাপ জেতেন। ছবি-ইন্সটাগ্রাম
7/8
পাকিস্তানি অভিনেত্রী তথা মডেল অ্যাঞ্জেলিকা তাহিরের সাহসিকতা দেখে অনেকেই অবাক। কারণ, তাঁর অনুরাগী শুধু পাকিস্তানেই নয়, সারা বিশ্বেই রয়েছে। ছবি- ইন্সটাগ্রাম
8/8
২০১৪-য় কৈরানা লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী হুকুম সিংহ। তাঁর মৃত্যুতেই এখানে উপনির্বাচন হচ্ছে। অন্য দিকে গত বছরই রাজ্যে যোগী-ঝড়ে নূরপুর বিধানসভায় বিজেপি পেয়েছিল ৫৭ শতাংশের বেশি ভোট।