এক্সপ্লোর
Advertisement
‘পাঙ্গা’-‘স্ট্রিট ড্যান্সার’: বরুণ নাকি কঙ্গনা, প্রথম সপ্তাহে বক্স অফিসে কে কাকে পিছনে ফেলল?
‘পাঙ্গা’ আর ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ২০২০-র জানুয়ারীতে এই দুটি সিনেমার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। ২৪ জানুয়ারী একসঙ্গে রুপোলি পর্দায় মুক্তি পেয়েছে ছবি দুটি। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়ের ওপর এই দুই ছবি এক সপ্তাহ শেষ করল। বক্স অফিসে কতটা কবজা করতে পারল ‘পাঙ্গা’ আর ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, দেখে নেব।
নয়াদিল্লি: ‘পাঙ্গা’ আর ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ২০২০-র জানুয়ারীতে এই দুটি সিনেমার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। ২৪ জানুয়ারী একসঙ্গে রুপোলি পর্দায় মুক্তি পেয়েছে ছবি দুটি। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়ের ওপর এই দুই ছবি এক সপ্তাহ শেষ করল। বক্স অফিসে কতটা সাড়া ফেলল ‘পাঙ্গা’ আর ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, দেখে নেব।
সূত্রের খবর, অশ্বিনী লায়ের তিওয়ারি পরিচালিত, কঙ্গনা অভিনীত ‘পাঙ্গা’ প্রশংসিত হলেও বক্স অফিসে তেমন সাফল্য পেল না। প্রথম সপ্তাহে বক্স অফিসে মাত্র ২১.৩৬ কোটির ব্যবসা করল ‘পাঙ্গা’।
অন্যদিকে বক্স অফিসে ৫৬.৭৭ কোটির ব্যবসা করেছে শ্রদ্ধা কপূর ও বরুণ ধওয়ন অভিনীত ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। রিলিজের প্রথম দিনেই ১০ কোটির কিছু বেশী ব্যবসা করে ছবিটি।
কঙ্গনা ছাড়াও ‘পাঙ্গা’-তে রয়েছেন জসসি গিল, নেহা গুপ্তা, রিচা চড্ডা। মাতৃত্বের পর এক কবডি চ্যাম্পিয়ানের পেশা ও খেলার মাঠে ফিরে আসা নিয়েই এই গল্প।
‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’র গল্প এগিয়েছে একটি বিশ্বমানের নাচের প্রতিযোগীতা ঘিরে। শ্রদ্ধা, বরুণ ছাড়াও রয়েছেন নোরা ফতেহি, প্রভু দেবা, পুনিত পাঠক, রাঘব জুয়েল ও অন্যান্যরা। অভিনেতা অভিনেত্রী ছাড়াও এনাদের নৃত্যের জগতেও বিশেষ পরিচয় রয়েছে।
দ্বিতীয় সপ্তাহে কেমন ব্যবসা করে এই ছবি দুটি, কে কাকে পিছনে ফেলে এখন সেটাই দেখার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement