Pankaj Udhas Death: সঙ্গীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস
Pankaj Udhas Died: দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ছিলেন বর্ষীয়ান গায়ক। সোমবার মারা যান তিনি।
নয়াদিল্লি: সঙ্গীতজগতে নক্ষত্রপতন। প্রয়াত প্রখ্যাত গজল গায়ক (Indian Playback Singer) পঙ্কজ উধাস (Pankaj Udhas)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বর্ষীয়ান গায়ক (Pankaj Udhas Passed Away)। মৃত্যুর (Pankaj Udhas Death) খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার।
পদ্মসম্মানপ্রাপ্ত বর্ষীয়ান গায়কের মৃত্যুর খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তাঁর পরিবার। সেখানে লেখা রয়েছে- ২৬ ফেব্রুয়ারি মারা গিয়েছেন তিনি। এদিন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর, বেশ কয়েক মাস আগে তাঁর ক্যানসার ধরা পড়েছিল, তখন থেকেই কারও সঙ্গে দেখা করছিলেন না তিনি। আগামীকাল ২৭ ফেব্রুয়ারি বর্ষীয়ান গায়কের (Pankaj Udhas Death News Live) শেষকৃত্য সম্পন্ন করা হবে।
গজলের দুনিয়ায় কিংবদন্তী নাম পঙ্কজ উধাস। চার দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠে বুঁদ হয়েছেন শ্রোতারা। ১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেতপুরে তাঁর জন্ম। সঙ্গীতানুরাগী পরিবারের পৃষ্ঠপোষকতায় খুব অল্প বয়সেই তাঁর গানে হাতেখড়ি হয়েছিল। তাঁর দাদা মানহার উধাস সেইসময়েই বলিউডে পরিচিত প্লেব্যাক সিঙ্গার। তাঁর পথ ধরেই এগিয়ে নিজেকে কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গিয়েছিলেন শিল্পী।
কেরিয়ায়ের একেবারে গোড়ার দিকে একাধিক হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। ভারতীয় পপ ঘরানায় তাঁর কণ্ঠ মুগ্ধ করেছে অসংখ্য শ্রোতাকে। যদিও তাঁর সিংহাসন ছিল গজলের দুনিয়ায়। ১৯৮০ সালে প্রকাশ্য়ে আসে পঙ্কজ উধাসের প্রথম গজল অ্যালবাম 'আহাট'। তারপর থেকে শুধুই উত্থান। তাঁর কেরিয়ারে ৬০টিরও বেশি একক অ্যালবাম রয়েছে। আর রয়েছে অসংখ্য কোলাবরেটিভ প্রোজেক্ট।
গজলের ধারাকে সঙ্গীতদুনিয়ার মূলস্রোতে আনার পিছনে যে হাতেগোনা কয়েকজন রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম পঙ্কজ উধাস (Pankaj Udhas News)। ১৯৮৬ সালে 'Naam'-এ 'চিঠ্ঠি আয়ি হ্যায়' কিংবা 'আ গলে লাগ যা'--তাঁর সুরেলা কণ্ঠে ধীরে ধীরে ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি।
তাঁর কেরিয়ারে অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন পঙ্কজ উধাস। ফিল্ম-ফেয়ার অ্যাওয়ার্ড সেরা প্লেব্য়াক গায়ক, গজলের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁকে পদ্মশ্রী সম্মানেও সম্মানিত করা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে সুমন দে-র বিরুদ্ধে পুলিশের FIR, ধাক্কা রাজ্যের, জয় এবিপি আনন্দের