Shefali Jariwala: শেফালির মৃত্যু অকস্মাৎ নয়? অভিনেত্রীর ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন একজন!
Shefali Jariwala News: কয়েক মাস আগে শেফালি জারিওয়ালাকে টিভি অভিনেতা পরশ ছাবড়ার পডকাস্টে দেখা গিয়েছিল

কলকাতা: গত শুক্রবার রাতে 'কাঁটা লগা গার্ল', অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু হয়েছে। অভিনেত্রী মাত্র ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর মৃত্যুর আগে তিনি একদম সুস্থ ছিলেন। এমন পরিস্থিতিতে, কেউই বিশ্বাস করতে পারছে না যে তিনি আর এই পৃথিবীতে নেই। এরই মধ্যে, অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে সবাই হতবাক। ভিডিওতে, পরশ ছাবড়াকে শেফালির মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী করতে দেখা গেছে।
পরশ ছাবড়া কি শেফালির মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন?
কয়েক মাস আগে শেফালি জারিওয়ালাকে টিভি অভিনেতা পরশ ছাবড়ার পডকাস্টে দেখা গিয়েছিল। যেখানে অভিনেত্রী তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে অনেক বড় কথা বলেছিলেন। এই ভিডিওতে, পরশ অভিনেত্রীকে বলেন যে তিনি অভিনেত্রীর কুষ্ঠী দেখেছেন এবং তাতে দেখা গেছে যে তাঁর আকস্মিক মৃত্যু হতে পারে। এখন অভিনেত্রীর মৃত্যুর পর এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। এই ভিডিও ছড়িয়ে পরার পর থেকেই সবাই অবাক হচ্ছেন যে পরশ কীভাবে এত সঠিকভাবে বলতে পারেন।
View this post on Instagram
শেফালির জন্মপত্রিকা দেখে পরশ কী বলেছিলেন?
দেখা যাচ্ছে পরশ এই ভিডিওতে শেফালিকে বলেছিলেন, ‘আপনার অষ্টম ঘরে চন্দ্র, বুধ এবং কেতু বসে আছে। চন্দ্র এবং কেতুর সংযোগ ভাল নয়। কারণ অষ্টম ঘর ক্ষতি, আকস্মিক মৃত্যু, খ্যাতি, লুকানো রহস্য, তান্ত্রিক সম্পর্কিত জিনিসগুলিরও ইঙ্গিত দেয়। আপনার জন্য চন্দ্র এবং কেতু খারাপ তো বটেই, তার সঙ্গে বসেছে বুধ। এটিও স্নায়ু সম্পর্কিত সমস্যা সৃষ্টি করে।’ প্রসঙ্গত, পরশ আর শেফালির বন্ধুত্ব 'বিগ বস ১৩'-র সূত্রেই হয়েছিল। তাঁরা দুজনেই ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগী। তবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরে অনেকেই মনে করছেন, পরশ তাহলে একেবারে ঠিক ভবিষ্যৎবাণীই করেছিলেন।
View this post on Instagram






















