Raghav-Parineeti Wedding: মাথায় 'সাফা' বেঁধে তৈরি কেজরিওয়াল, হলুদ পাগড়িতে সেজেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও, উদয়পুরে সাজো সাজো রব
Big Fat Indian Wedding: শুধুমাত্র পঞ্জাব এবং দিল্লির মুখ্যমন্ত্রী নন, রাঘব-পরিণীতির বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই উদয়পুর পৌঁছে গিয়েছেন সানিয়া মির্জা। বোনকে সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি।
![Raghav-Parineeti Wedding: মাথায় 'সাফা' বেঁধে তৈরি কেজরিওয়াল, হলুদ পাগড়িতে সেজেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও, উদয়পুরে সাজো সাজো রব parineeti chopra and raghav chadda big fat mega wedding in udaypur new updates Raghav-Parineeti Wedding: মাথায় 'সাফা' বেঁধে তৈরি কেজরিওয়াল, হলুদ পাগড়িতে সেজেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীও, উদয়পুরে সাজো সাজো রব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/24/560b12899806e1ec4dfe514f46173fe81695556929713485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Raghav-Parineeti Wedding: উদয়পুরে এখন সাজো সাজো রব। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডার বিয়ের আসর বসছে বলে কথা। আজই তাঁদের চারহাত এক হবে বলে শোনা গিয়েছে। ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছে গিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকেই। রাখব-পরিণীতির বিয়ে উপলক্ষ্যে উদয়পুরে হাজির হয়েছেন তারকাদেরও অনেকে। এদিকে সেলেব বিবাহের ছবি যাতে ফাঁস না হয় সেইজন্য রয়েছে কড়া নিরাপত্তাও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে বর-কনের ছবি প্রকাশ্যে না এলেও ঝলক পাওয়া গিয়েছে অন্য অনেক কিছুর। যেমন একটু সুদৃশ্য নৌকার ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, পর্দাঘেরা বিলাসবহুল ওই নৌকা চড়েই বরযাত্রীদের নিয়ে নাকি বিয়ের আসরের উদ্দেশে রওনা দিয়েছেন রাঘব চড্ডা। হলুদ পাগড়ি মাথায় দেখা গিয়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। মাথায় সাফা বেঁধেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। উদয়পুরের হোটেল লীলা প্যালেসে বসবে বিয়ে আসর।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
শুধুমাত্র পঞ্জাব এবং দিল্লির মুখ্যমন্ত্রী নন, রাঘব-পরিণীতির বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই উদয়পুর পৌঁছে গিয়েছেন সানিয়া মির্জা। বোনকে সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। টেনিস তারকা সানিয়া মির্জা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়ার বন্ধুত্বের কথা কারও অজানা নয়। অন্যদিকে স্ত্রী এবং সন্তানকে নিয়ে উদয়পুর পৌঁছেছেন হরভজন সিং- ও।
View this post on Instagram
View this post on Instagram
শোনা যাচ্ছে, আইভরি রঙের পোশাকে সেজেছেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। তাঁদের মালাবদল-সহ বেশ কিছু বিয়ের অনুষ্ঠান নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বরযাত্রী যে বিলাসবহুল নৌকায় চড়ে বিয়ের আসরে পৌঁছেছেন সেখানে দেখা গিয়েছে আদিত্য ঠাকরেকেও। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছেন পরিণীতি। আজ সকালেই উদয়পুরে পৌঁছে গিয়েছিলেন তারকা ডিজাইনারও। গত ২২ সেপ্টেম্বর থেকেই বিয়ের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল উদয়পুরে। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীতের আয়োজন ছিল জমজমাট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)