Parineeti Chopra: পরনে ঢিলেঢালা শার্ট, সন্তানসম্ভবা পরিণীতি? অভিনেত্রীর সাম্প্রতিক ছবি দেখে জোর গুঞ্জন
Parineeti Chopra Update: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে দাম্পত্য জীবনে পা রেখেছেন গত বছর সেপ্টেম্বর। পরিণীতির সাম্প্রতিক ছবি দেখে এবার অনুরাগীদের অনুমান, শীঘ্রই তাঁদের কোল আলো করে আসতে চলেছে খুদে সদস্য।
নয়াদিল্লি: বিয়ে সেরেছেন গত সেপ্টেম্বরে, আর এই মার্চের শুরুতে তাঁকে ঘিরে জল্পনা। শোনা যাচ্ছে সন্তানসম্ভবা তিনি। কে? বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra Pregnancy Rumours)। সাম্প্রতিককালে ভাইরাল হওয়া অভিনেত্রীর ছবি দেখে এমনই আন্দাজ তাঁর অনুরাগীদের।
পরিণীতি চোপড়ার কোলে আসতে চলেছে সন্তান?
সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তাঁর পরনে ছিল ঢিলেঢালা শার্ট, যাঁর পোশাকি নাম 'ওভারসাইজড শার্ট' (Oversized Shirt), শর্টস। হাতে ডিজাইনার ব্যাগ, পায়ে স্নিকার্স। অনুরাগীদের নজর কাড়ে তাঁর পোশাক। মঙ্গলবার অভিনেত্রী ক্যামেরাবন্দি ফ্যানেরা আন্দাজ করতে শুরু করেন তিনি কি তাহলে অন্তঃসত্ত্বা? বেবি বাম্প ঢাকতেই কি ঢিলে পোশাক বেছে নিয়েছেন?
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর, অভিনেত্রী গায়িকা পরিণীতি চোপড়া ও 'আপ' নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) বিয়ে হয়, উদয়পুরে। স্বাভাবিকভাবেই বিয়েতে বসেছিল চাঁদের হাট। বলিউড তারকা থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব হাজির ছিলেন। উপস্থিত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর মার্চের শুরুতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। যদিও এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পরিণীতি বা রাঘব, কেউই।
অন্যদিকে, গত বছর, ২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদও শোনা যায় তিনি সন্তানসম্ভবা। সেটিও ছিল গুঞ্জন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলেছিলেন অভিনেত্রী নিজেই। তিনি জানান যে তাঁর আসন্ন ছবি 'চমকিলা'র জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছেন। তিনি জানিয়েছিলেন টানা ৬ মাস ধরে এ আর রহমানের স্টুডিওয় অনেকটা সময় কাটান এবং বাড়িতে একাধিক অস্বাস্থ্যকর খাবার খান। তিনি এও জানান যে আবার সঠিক আকারে ফেরার জন্য, ফিট হওয়ার জন্য জিমে ঘাম ঝরাচ্ছেন প্রচুর। পরিণীতি চোপড়াকে এরপর দেখা যাবে ইমতিয়াজ আলি পরিচালিত বায়োপিক 'চমকিলা' ছবিতে, যা মুক্তি পাওয়ার কথা ১২ এপ্রিল। অন্যদিকে, অভিনয় ছাড়াও গানেও সমান দক্ষ পরিণীতি। কিছুদিন আগেই প্রথমবার মঞ্চে পারফর্ম করেন তিনি গায়িকা হিসেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।