এক্সপ্লোর
সলমনে মুগ্ধ প্যারিস হিলটন? দেখুন!
হলিউড তারকা প্যারিস হিলটনেরও মনে ধরেছে সলমনের এই লুক! অবাক হচ্ছেন ? তাহলে দেখে নিন!

নয়াদিল্লি: সোমবার ‘ভারত’ ছবির পোস্টারে সলমনের নতুন ‘লুক’ দেখে চমকে গেছেন তাঁর আনুরাগীরা। পাকা চুল-দাড়িতে এ কোন সলমন ? অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে যায় ‘ভারত’-এর সলমনকে নিয়ে! আবারও চমক। ফের ‘ভারত’ ছবিরই একটি অন্য লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সলমন। এবার সলমনের চেহারা মনে করিয়ে দিচ্ছে নব্বইয়ের দশকের সলমনকে। এই ছবিতে দিশা পাটানির একটি লুকও প্রকাশিত হয়েছে। ছবিতে দিশা অভিনয় করেছেন ট্রাপিজ আর্টিস্টের ভূমিকায়।
২০১৪ সাল থেকেই হিলটন আর সলমন বন্ধু। একটি জন্মদিনের পার্টিতে আলাপ হয় দুজনের। বহুক্ষণ একসঙ্গে নাচেনও তাঁরা। শোনা যায়, তারপর নাকি নিজের ব্রেসলেটটি হিলটনকে উপহার দেন সল্লুমিঞা। এইবছর ইদে মুক্তি পাওয়ার কথা ‘ভারত’-এর। এ মাসের শেষেই ট্রেলার মুক্তি পাবে ছবিটির।
সলমনের বয়ষ্ক চেহারার পর নতুন এই ছবি দেখে বেশ খুশি তাঁর ভক্তরা। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে সলমন লিখেছেন, ‘জওয়ানি হামারি জানেমন হ্যায়’! এখন বলিউড জুড়ে সলমনের এই দুই ‘লুক’ নিয়েই চর্চা তুঙ্গে। শুধু কি তাই, আরব সাগর পেরিয়ে সলমনের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়েছে অতলান্তিক মহাসাগরের তীরে। হলিউড তারকা প্যারিস হিলটনেরও মনে ধরেছে সলমনের এই লুক! অবাক হচ্ছেন ? তাহলে দেখে নিন, সলমনের ছবির কমেন্ট বক্সে প্যারিস হিলটনের ইমোটিকন রিপ্লাই।
২০১৪ সাল থেকেই হিলটন আর সলমন বন্ধু। একটি জন্মদিনের পার্টিতে আলাপ হয় দুজনের। বহুক্ষণ একসঙ্গে নাচেনও তাঁরা। শোনা যায়, তারপর নাকি নিজের ব্রেসলেটটি হিলটনকে উপহার দেন সল্লুমিঞা। এইবছর ইদে মুক্তি পাওয়ার কথা ‘ভারত’-এর। এ মাসের শেষেই ট্রেলার মুক্তি পাবে ছবিটির। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















