Pathaan: 'বেশরম রং' বিতর্কের মাঝেই আসছে 'পাঠান'-এর নতুন গান, উত্তেজনা বাড়ল নতুন ছবিতে
Jhoome Jo Pathaan Song: নতুন গানের নয়া লুকে উত্তেজনার পারদ চড়ালেন শাহরুখ-দীপিকা।

মুম্বই: শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম অভিনীত 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang) মুক্তি পেয়েছে আগেই। আর তা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। 'বেশরম রং' গানের দৃশ্য এবং দীপিকা পাড়ুকোনের পোশাককে কেন্দ্র করে সমালোচনায় সরব হয়েছেন বহু মানুষ। ময়দানে নেমে পড়েছেন অনেক রাজনৈতিক ব্যক্তিও। প্রথম গানের বিতর্ক এখনও শেষ হয়নি। তার মধ্যেই আসতে চলেছে এই ছবির দ্বিতীয় গান। নতুন গানের নয়া লুকে উত্তেজনার পারদ চড়ালেন শাহরুখ-দীপিকা।
'পাঠান'-এর নতুন গান 'ঝুমে যো পাঠান'-
সম্প্রতি শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ঝুমে যো পাঠান' (Jhoome Jo Pathaan) গানের ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে। ছবিতে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে দেখা যাচ্ছে একটি হলুদ রঙের হুডখোলা গাড়ির সামনে। দুই তারকার পোশাক এবং লুক নজর কাড়ছে। ফের আকর্ষণীয় অবতারেই ধরা দিতে চলেছেন তাঁরা।
আরও পড়ুন - Bollywood Celerbrity Updates: ৫০জন সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে ঠাঁই একজন ভারতীয়র! কে তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'পাঠান' পরিচালক সিদ্ধার্ছ আনন্দ বলেন, 'দর্শকদের আনন্দ দেবে 'ঝুমে যো পাঠান' গানটি। এই গানের সুরে নাচবে আট থেকে আশি সকলে। এতটাই দর্শকদের মনোরঞ্জন দেবে এই গান। ছবিতে দীপিকার লুকও অসাধারণ রাখা হয়েছে। এমন লুকে দীপিকাকে আগে দেখা যায়নি। এই গান দেখে সকলে নতুন করে প্রেমে পড়বেন শাহরুখ-দীপিকার।'
#JhoomeJoPathaan is a modern fusion Qawaali & celebrates #Pathaan’s style and Panache.
“It has been a while since we have seen SRK grove to the music & we are hoping that people will love seeing their favourite superstar shake a leg with an attitude to kill for.”dir#ShahRukhKhan pic.twitter.com/MfCc95iIpW
">
">





















