এক্সপ্লোর
ভূত, হাসি আরও অনেককিছু, ‘ফোন ভূত’ ছবির পোস্টার শেয়ার করলেন ক্যাটরিনা
অভিনয়ে ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী। ছবির পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করলেন ক্যাটরিনা।

মুম্বই: ‘ফোন ভূত’- ছবির নামে ভূত থাকলেও, গল্প জুড়ে থাকবে হাসির অফুরন্ত উপকরণ। ছবির পোস্টারেও সেই ইঙ্গিত। ‘ডরনা অ্যালাউড হ্যায়’ ট্যাগলাইনে আসতে চলেছে ছবিটি। অভিনয়ে ক্যাটরিনা কাইফ, ঈশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদী। ছবির পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করলেন ক্যাটরিনা। ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিংহ। প্রযোজক ফারহান আখতার ও এক্সেল এনটারটেনমেন্ট।
ছবির শুটিং বেশ কিছুটা হয়ে গিয়েছিল লকডাউন হওয়ার হওয়ার আগেই। প্রথম এই ত্রয়ীকে পর্দায় দেখা যেতে চলেছে একসঙ্গে। সিদ্ধান্ত চতুর্বেদী নজর কেড়েছিলেন ‘গাল্লি বয়’ ছবিতে। ঈশান সম্প্রতি কাজ করেছেন ‘আ সুটেবল বয়’-এ। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই। ক্যাটরিনার আগামী ছবি ‘সূর্যবংশী’ মুক্তির অপেক্ষায়। এই বছর করোনা পরিস্থিতিতে ছবির কাজ হচ্ছে ধীর গতিতে। তাই পরিস্থিতির উন্নতি হলে আগামী বছরে ছবি মুক্তির কথা ভাবা হতে পারে। লকডাউনে হল বন্ধ হয়ে যাওয়ার পর একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যটফর্মে। এখন ‘ফোন ভূত’-এর ভবিষ্যৎ কী হয়, তা বলবে সময়ই। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















