এক্সপ্লোর
ছবিতে দেখুন: প্রথম বিবাহবার্ষিকী কেমন করে কাটালেন দীপভীর

1/10

দীপিকা এই ছবিটি ইনস্টাগ্রামে আপলোড করেছেন। এই দুই জায়গায় সপরিবারে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তাঁরা।
2/10

প্রথমে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরে ভাবনানি ও পাড়ুকোন পরিবার
3/10

লাল বেনারসীতে অপূর্ব দেখাচ্ছিল দীপিকাকে
4/10

এর আগে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির পুজো দিতে যান রণবীর সিংহ এ দীপিকা পাড়ুকোন।
5/10

স্বর্ণমন্দিরের ভিতরে নায়িকা।
6/10

স্বর্ণমন্দিরে যাওয়ার সময় সব্যসাচীর পোশাকে সেজেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ।
7/10

স্বর্ণমন্দিরে ভাবনানি ও পাড়ুকোন পরিবার
8/10

পঞ্জাবের স্বর্ণমন্দিরে এই ছবিটি স্বামী স্ত্রী দুজনেই আপলোড করেন।
9/10

তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দিরের সামনে বলিউডের অন্যতম সেরা যুগল দীপিকা এ রণবীর
10/10

এক বছর পূরণ হল রণবীর সিংহ এ দীপিকা পাড়ুকোনের বিবাহের। প্রথমেই জানিয়েছিলেন পরিবারের সঙ্গে এই দিনটি কাটাবেন তাঁরা। কথা মতো, প্রথমে তিরুমালার ভেঙ্কটেশ্বর মন্দির ও পরে পঞ্জাবের স্বর্ণমন্দিরে যান তাঁরা।
Published at : 15 Nov 2019 02:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
