এক্সপ্লোর
Advertisement
দারুন কাজ: ‘টয়লেট এক প্রেম কথা’-র ট্রেলারের উচ্ছ্বসিত প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী
নয়াদিল্লি: সদ্যই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘টয়লেট এক প্রেম কথা’-র ট্রেলার। ছবির ট্রেলার দেখে দর্শকতো বটেই, মুগ্ধ রাষ্ট্রনেতাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবির ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ। টুইটে বলেছেন ‘দারুন কাজ’। মোদীর কথায় পরিস্কার-পরিচ্ছন্নতার প্রচারে এছবির অবদান অনস্বীকার্য।
এরপরই তিনি বলেন কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পকে বাস্তবায়িত করতে ১২৫ কোটি ভারতীয়কে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। মোদীর টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমারও। তারপর তিনি লেখেন, এই ছবির সাহায্যে তিনি যদি মানুষের মানসিকতার পরিবর্তন আনতে পারেন, তাহলে তাঁদের আসল উদ্দেশ্য সফল হবে।Good effort to further the message of cleanliness. 125 crore Indians have to continue working together to create a Swachh Bharat. https://t.co/C0XKPpguW7
— Narendra Modi (@narendramodi) June 12, 2017
Thank you so much honourable Sir 🙏🏻 Hope we succeed in changing mindsets and truly making a difference. https://t.co/Tfi99tIckR — Akshay Kumar (@akshaykumar) June 12, 2017গতমাসেই জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা মোদীর সঙ্গে এই ছবির বিষয় আলোচনা করার জন্যে দেখা করেন। ছবিটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিংহ। এটি একটি প্রেমের কাহিনী, স্বচ্ছ ভারত অভিযানের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন অনুপম খের, ভূমি পেডনেকার এবং সানা খান। ছবিটি পর্দায় মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement