এক্সপ্লোর
Advertisement
কার্তিক আরয়ানের সঙ্গে বিনা হেলমেটে বাইকে চড়ার জন্য সারার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ট্রাফিক নিয়ম ভাঙার জন্য সারাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের কেউ কেউ স্ক্রিনশট দিয়ে অনলাইনে দিল্লি ট্রাফিক পুলিশকে ট্যাগ করে দেন।
মুম্বই: একটা ভিডিও-র জন্য নিজেকে বিতর্কে জড়িয়ে ফেললেন সইফ আলি খানের মেয়ে তথা বলিউডের নয়া তারকা সারা আলি খান। আসলে আগামী সিনেমার সহ অভিনেতা কার্তিক আরয়ানের সঙ্গে বাইকে চড়েছিলেন সারা। ওই ভিডিওতে আরয়ান হেলমেট পরে থাকলেও বাইকের পিছনে বসা সারার মাথায় কোনও হেলমেট ছিল না।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ট্রাফিক নিয়ম ভাঙার জন্য সারাকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের কেউ কেউ স্ক্রিনশট দিয়ে অনলাইনে দিল্লি ট্রাফিক পুলিশকে ট্যাগ করে দেন। ট্রাফিক পুলিশের কাছে একটি অভিযোগও করা হয়েছে এবং অভিযোগকারী আইনভঙ্গের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগকারী বলেছেন, তারকা বলে সারা আলি খানকে রেহাই দেওয়া উচিত হবে না। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লিতে শ্যুটিংয়ের সময় সারার বাইকের পিছনে হেলমেট না পরে চড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে পুলিশ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশের এক পদস্থ কর্তা বলেছেন, ঘটনা সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়ার পর তা খতিয়ে দেখা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।@dtptraffic @DelhiPolice @CPDelhi pL note that Sara Ali khan having instagram account https://t.co/UdynVSlm8A has been riding pillion on a 2 wheeler on the streets of Delhi Without a Head Protective Helmethttps://t.co/YlijE0PodR https://t.co/ctrOxxs7gX reg No DL 35 CK O215 pic.twitter.com/cT7hPcyqop
— Stinger Bee #NyayForIndia (@joerave) March 17, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement