Ponniyin Selvan 2 box office day 5 collection: একের পর এক রেকর্ড ভাঙছে মণি রত্নমের ছবি, ২৩০কোটির ব্য়বসা করল 'পোনিয়িন সেলভান ২'
Ponniyin Selvan 2 box office day 5 collection: 'পোনিয়িন সেলভান ১' বিশ্বব্য়পী আয় করেছিল ৫০০ কোটি।
কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে মণি রত্নমের (Mani Ratnam) ম্যাগনাম ওপাস 'পোনিয়িন সেলভান ২' ('Ponniyin Selvan 2')। প্রথম সপ্তাহান্তেই দুর্দান্ত ব্যবসা করল এই ঐতিহাসিক ড্রামা (Historic Drama) ঘরানার ছবি। সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে এই ছবি। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও চলছে 'পোনিয়িন সেলভান ২' ম্যাজিক। পাঁচদিনের শেষে কত টাকার ব্যবসা (box office collection) করল এই ছবি?
প্রথম ৫ দিনের শেষে কত টাকার ব্যবসা করল 'পোনিয়িন সেলভান ২'?
২৮ এপ্রিল মুক্তি পেয়েছে 'পোনিয়িন সেলভান ২'। মণি রত্নম পরিচালিত এই ছবি প্রথম দুই দিনেই দেশে ৫০ কোটির ব্যবসা করে ফেলেছিল। সূত্রের খবর, পাঁচ দিনেই বিশ্বব্য়াপী ২৩০ কোটির ব্য়বসা করল 'পোনিয়িন সেলভান ২'।
আরও পড়ুন...
হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?
প্রসঙ্গত, তৃতীয় দিনে, অর্থাৎ রবিবার এই ছবি ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল এই ছবি। ফলে প্রথম তিন দিনের শেষে দেশের মাটিতে এই ছবি মোট ৮০ কোটি টাকার ব্যবসা করেছিল 'পোনিয়িন সেলভান ২'। তবে বিশ্বজুড়ে এই ছবি প্রথম পাঁচ দিনেই ২৩০ কোটির ব্য়বসা কোনও ভারতীয় ছবি।
উল্লেখ্য় 'পোনিয়িন সেলভান ১' বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিল এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, 'পোনিয়িন সেলভান ২' তাঁর প্রথম অংশের থেকেও বেশি পছন্দ হবে দর্শকের।
চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।
আরও পড়ুন...
পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন
প্রসঙ্গত, 'পোনিয়ন সেলভান ২'-এর (Ponniyin Selvan 2) -এর গান 'পি এস অ্যান্থেম' ও (PS Anthem) পছন্দ করেছে দর্শক। এ আর রহমানের (AR Rahman) সঙ্গীত পরিচালনায় এই গানের কথা লিখেছেন গুলজার (Gulzar)। সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) গানের কথা ঘোষণা করেছিলেন।