এক্সপ্লোর
Advertisement
চুম্বন, সাহসী বিজ্ঞাপন, সম্পর্ক.....বিতর্ক পূজা বেদীর সবসময়ের সঙ্গী, আজ তাঁর জন্মদিন
পূজার কেরিয়ারের বেশিরভাগ ছবিই ফ্লপ। কিন্তু তিনি সবসময় আলোচনার কেন্দ্রে।
মুম্বই:কখনও লিপলক সিন, কখনও আবার সাহসী বিজ্ঞাপন, কখনও আবার বিতর্ক ব্যক্তিগত জীবন নিয়ে। পূজা বেদী মানেই বিতর্ক, জল্পনা।
১১ মে তাঁর জন্মদিন। ১৯৭০ এ জন্ম কবীর-কন্যা পূজার। ১৯৯১ ''বিষকন্যা'' নামে ছবি থেকে কেরিয়ার শুরু করেছিলেন পূজা। আমির খানের সঙ্গে ''জো জিতা ওহি সিকন্দর'' এ সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ছবি করেছেন বেছে বেছেই। 'বিষকন্যা', 'ফির তেরি কাহানি ইয়াদ আয়ে'র মতো কয়েকটি ছবি জনপ্রিয় হয়।
ছবির জন্য তাঁর যত না খ্যাতি, তার থেকেও বেশি প্রচার পেয়েছেন বিতর্কিত কারণে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনাও পূজাকে নিয়ে চর্চার অন্যতম কারণ।
১৯৯১ এ একটি বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করেন পূজা। কিন্তু এত সাহসী ছিল সেই অ্যাড, দূরদর্শন তা নিষিদ্ধ করে দেয়। তখনই পূজাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়।
আমির খানের সঙ্গে ''জো জিতা ওহি সিকন্দর''-এ আমিরের সঙ্গে লিপলক দৃশ্য ঘিরে হইচই পড়ে যায়। তখন থেকে পূজা সাহসী নায়িকা বলে পরিচিতি পান।
পূজার কেরি্য়ারের বেশিরভাগ ছবিই ফ্লপ। কিন্তু তিনি সবসময় আলোচনার কেন্দ্রে। যোগ দিয়েছিলেন বিগ বস সিজন ফাইভে। ছিটকেও গিয়েছিলেন মাঝপথে। তারপর বিগ বসের ঘর থেকে বেরিয়ে সরাসরি আঙুল তুলেছিলেন সলমনের দিকে। বলেছিলেন হাউসের লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করেন সলমন।
১৯৯৪ এ ফারহান ফার্নিচারওয়ালা নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। শোনা যায়, তার জন্য ধর্ম পরিবর্তনও করেছিলেন পূজা। কিন্তু ১২ বছর পর ভেঙে যায় বিয়ে।
এরপর একাধিক সম্পর্কে জড়ানোর কথাও শোনা যায়। বদলেছেন সম্পর্কের রসায়ন। সঙ্গে বদলেছে তাঁর লুকও।
সম্প্রতি পূজার মেয়ে অলয়া 'জওয়ানি জানেমন' ছবিতে ডেবিউ করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement