Da-Bangg Tour: সলমন খানের দবং ট্যুরে যোগ দিচ্ছেন প্রভাসের নায়িকা
ফের সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে 'দবং ট্যুর' (Da Bangg Tour)। আর এবার সলমন খানের (Salman Khan) টিমে যোগ দিলেন প্রভাসের নায়িকা।
মুম্বই: বছরের নির্দিষ্ট কিছু সময় বলিউড ভাইজান সলমন খানের (Salman Khan) 'দবং ট্যুর' (Da Bangg Tour) আয়োজিত হয়ে থাকে। গত বছর শেষের দিকেই দুবাইয়ের উদ্দেশে উড়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন শিল্পা শেট্টি, আয়ুষ শর্মা এবং আরও অনেকে। 'দবং ট্যুর' সেরে তাঁরা দেশেও ফিরে এসেছেন। ফের সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে 'দবং ট্যুর'। আর এবার সলমন খানের টিমে যোগ দিলেন প্রভাসের (Prabhas) নায়িকা।
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভাইজানের সঙ্গে হাত মেলাচ্ছেন অভিনেত্রী পূজা হেগড়ে (Pooja Hegde)। দুজনের মুখেই হাসি। জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা 'দবং ট্যুর'-এ সলমন খানের টিমে যোগ দিতে চলেছেন পূজা হেগড়ে। তাঁর আগামী ছবি 'রাধে শ্যাম'-এর প্রোমোশনের কাজ সেরেই দুবাইয়ের উদ্দেশে উড়ে গিয়েছেন তিনি। ভাইজানের দবং ট্যুরে পূজা হেগড়ের পারফরম্যান্স দেখার জন্য অপেক্ষা দর্শকদের।
আরও পড়ুন - Mrunal Thakur: শরীর নিয়ে কু-মন্তব্য, গর্জে উঠলেন ম্রুণাল ঠাকুর
প্রসঙ্গত, ভ্যালেন্টাইন্স ডে-র পর পরই সলমন খানের (Salman Khan) সঙ্গে বিমানবন্দরে দেখা যায় ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন দুই তারকা। তখনই জানা যায়, তাঁরা আগামী ছবি 'টাইগার ৩'-র (Tiger 3) জন্য নয়াদিল্লির উদ্দেশে উড়ে যাচ্ছেন। এরপর নেট মাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় এই ছবির জন্য শ্যুটিং করছেন দুই তারকা। জানা যাচ্ছে, চলতি বছরই মুক্তি পাবে 'টাইগার থ্রি'। এছাড়াও তাঁকে দেখা যাবে 'কভি ইদ কভি দিওয়ালি' ছবিতে। আগামী বছর ইদে মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে, পূজা হেগড়ে এবং প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম' মুক্তি পাবে শীঘ্রই। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যায়। ফের নতুন করে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে।