Mrunal Thakur: শরীর নিয়ে কু-মন্তব্য, গর্জে উঠলেন ম্রুণাল ঠাকুর
সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তিনি কিক বক্সিং প্র্যাকটিস করছেন। সেখানেই নানা কু-মন্তব্য করা কমেন্টে আসে। আর শরীর নিয়ে কটাক্ষ করায় মুখের মতো জবাবও দিয়েছেন অভিনেত্রী।
মুম্বই: সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দুই দিকই রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আম জনতা থেকে তারকারা নিজেদের নানা কিছু ভাগ করে নেন পছন্দের মানুষদের সঙ্গে। নেট মাধ্যমে তারকাদের অনুরাগীর সংখ্যাও নজর কাড়ে। আবার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নানা খারাপ পরিস্থিতির মধ্যে যেমন পড়তে হয় সাধারণ মানুষকে, তেমনই পরিস্থিতির শিকার হতে হয় তারকাদেরও। সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন তারকারা অনেক কাছের হয়ে গিয়েছেন। আর এর ফলেই তাঁদের সরাসরি যেকোনও কথা বলতে পারেন নেট নাগরিকরা। সম্প্রতি শরীর নিয়ে কু-মন্তব্যের শিকার হতে হল 'জার্সি' (Jersey) অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur)।
সম্প্রতি নেট মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি কিক বক্সিং প্র্যাকটিস করছেন। সেখানেই নানা কু-মন্তব্য করা কমেন্টে আসে। আর শরীর নিয়ে কটাক্ষ করায় মুখের মতো জবাবও দিয়েছেন অভিনেত্রী। ম্লুণাল ঠাকুরের পোস্ট করা ভিডিওতে চোখ রাখলে দেখা যাবে, তার কমেন্ট বক্সে অভিনেত্রীর শরীরকে কটাক্ষ করে নানা কু মন্তব্য করা হয়েছে। তার কোনওটির উত্তর অভিনেত্রী 'ধন্যবাদ ভাইয়া জি' বলে দিয়েছেন। আবার যখন এক নেট নাগরিক কমেন্টে তাঁকে লিখেছেন যে, 'নিম্নাংশ আরও একটু কমানো প্রয়োজন।' তখন সেই ট্রোলারকে জবাবে অভিনেত্রী লিখেছেন, 'কেউ এর জন্য টাকা পয়সা খরচ করে। কারও নিজেরই থাকে। আমাদের প্রত্যেকেরই দেখানোর অধিকার রয়েছে। আপনি নিজেরটাও দেখান।' শরীর নিয়ে নানা কু-মন্তব্যের বিভিন্ন স্ক্রিনশট তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, 'আপনাদের কারও কোনও ধারণা রয়েছে আমি ফিট থাকার জন্য কী কী করি? এটা আমার শরীর। আর আমি আমার শরীর নিয়ে যা কিছু তাই করতে পারি। আমি দেখাতেও পারি, ঢেকেও রাখতে পারি।'
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: চিনতে পারছেন? এই ছোট্ট ছেলেটিই আজকের জনপ্রিয় বলিউড অভিনেতা
প্রসঙ্গত, ম্রুণাল ঠাকুর ও শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি' ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ৩১ ডিসেম্বর তারিখে। কিন্তু সেই সময় দেশে করোনার তৃতীয় ঢেউ চলায় দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছিল অথবা কম শতাংশ দর্শক নিয়ে খোলার অনুমতি পাওয়া যাচ্ছিল। ফলে 'জার্সি' ছবিটির মুক্তি স্থগিত হয়ে যায়। জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'।