Poonam Pandey: নিজের মৃত্যুর মিথ্যা খবর! পুনমের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা, রেহাই পেলেন না স্বামীও
Poonam Pandey Fake Death Case: কানপুর পুলিশ কমিশনারের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ফয়জন আনসারি নামে এক ব্যক্তির দ্বারা অভিযোগ দায়ের করা হয়েছে।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় নিজের ভুয়ো মৃত্যুসংবাদ (Fake Death News) দেওয়ার আসল কারণ ব্যক্ত করার পরও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে অভিনেত্রী মডেল পুনম পাণ্ডেকে (Poonam Pandey)। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁকে এমন কৌশল ব্যবহার করার জন্য তিরস্কার করেছেন। শুধু নেটিজেনই নন, ইন্ডাস্ট্রির একাধিক মানুষের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এবার নতুন বিপাকে পড়লেন তিনি।
ফের আইনি বিপাকে পুনম পাণ্ডে
আবারও আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী মডেল পুনম পাণ্ডে। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য যে পন্থা বেছেছিলেন তা একেবারেই ভালভাবে গ্রহণ করেননি সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সিংহ ভাগ। এবার সেই নিয়েই আইনি জটে পড়লেন অভিনেত্রী। এই পাবলিসিটি স্টান্টের জন্য পুনম পাণ্ডে ও তাঁর স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
কানপুর পুলিশ কমিশনারের কাছে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ফয়জন আনসারি নামে এক ব্যক্তির দ্বারা অভিযোগ দায়ের করা হয়েছে। সেই FIR-এ বলা হয়েছে যে তিনি পুনম পাণ্ডে ও তাঁর স্বামী স্যামের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন। এমনকী তিনি ওই দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কানপুর আদালতে তাঁদের পেশ করারও অনুরোধ করেছেন।
कानपुर: अभिनेत्री पूनम पांडे और उनके पति सैम के खिलाफ 100 करोड़ की मानहानि का केस...।
— Dilip Singh (@dileepsinghlive) February 11, 2024
FIR के लिए कानपुर पुलिस कमिश्नर को दी है तहरीर...।
अभिनेत्री पूनम ने सर्विकल कैंसर से मौत को लेकर फैलाई थी झूठी अफवाह...।#kanpur #PoonamPandey pic.twitter.com/zhVnrHsmKw
FIR-এর উল্লেখ করা হয়েছে, 'পুনম পাণ্ডে এবং তাঁর স্বামী স্যাম বোম্বে দু'জনেই তাঁর মৃত্যুকে জাল করার ষড়যন্ত্র করেছিলেন। একই সঙ্গে ক্যান্সারের মতো একটি রোগ নিয়ে একটি বড় রসিকতা করা হয়েছে। পুনম পাণ্ডে নিজের প্রচারের জন্য এই খেলাটি তৈরি করেছেন এবং কোটি কোটি ভারতীয়র পাশাপাশি পুরো বলিউড ইন্ডাস্ট্রির মানুষকে নিয়ে খেলেছেন।'
ঘটনার সূত্রপাত, ২ ফেব্রুয়ারি, শুক্রবার। সকালের দিকে পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই 'মর্মান্তিক' ঘটনার কারণ হিসেবে বলা হয় সার্ভাইকাল ক্যান্সার। কিন্তু তার পরেরদিনই অভিনেত্রী নিজেই ঘোষণা করেন যে তাঁর মৃত্যুর খবর ভুয়ো। তিনি আসলে সার্ভাইকাল ক্যান্সারের বিষয়ে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটান বলে জানান। যদিও তাতে বেজায় চটে যান নেটিজেন ও ইন্ডাস্ট্রির অনেকেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।