Bharti Singh: মুম্বই ছাড়লেন ভারতী সিংহ, কারণ জেনে অবাক নেট দুনিয়া
গত বছর ডিসেম্বরেই মা হতে চলার খবর জানিয়েছিলেন ভারতী সিংহ। নিজের ইউটিউব চ্যানেলে বিশেষ একটি ভিডিও শেয়ার করে মা হতে চলার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন কমেডি কুইন।
মুম্বই: মা হতে চলেছেন কমেডি কুইন ভারতী সিংহ (Bharti Singh)। নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ ভিডিও শেয়ার করে সুখবরটা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। এবার মুম্বই ছাড়লেন তিনি ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। আচমকা কী হল যার জন্য মুম্বই ছেড়ে অন্যত্র বাস করছেন ভারতী সিংহ? কারণ জেনে অবাক নেট দুনিয়া।
দেশে ইতিমধ্যেই করোনা পরিস্থিতি ফের বাড়তে শুরু করেছে। করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। গত কয়েকদিনে বলিউডের বহু তারকা করোনা সংক্রমিত হয়েছেন। বেশ কিছুদিন আইসোলেশনে থাকার পর তাঁরা ক্রমশ সুস্থ হয়ে উঠলেও সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছএন হৃত্বিক রোশনও। তাই করোনার সংক্রমণ বাড়তে শুরু করতেই স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে মুম্বই ছাড়লেন ভারতী সিংহ।
অভিনয় ছাড়াও ভারতী সিংহ এবং তাঁর স্বামী হর্ষের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। দম্পতিকে প্রায়শই সেখানে নানা ভিডিও শেয়ার করতে দেখা যায়। মা হতে চলার খবরও অন্যভাবে সেখানে শেয়ার করেছিলেন ভারতী। বিভিন্ন সূত্রে খবর, মুম্বই ছেড়ে এই মুহূর্তে মুম্বইয়ের বাইরে একটি ফার্ম হাউজে দিনযাপন করছেন তাঁরা। সেখানেই নতুন অতিথি আসার জন্য অপেক্ষা করবেন লিম্বাচিয়া দম্পতি। তবে, যে বিষয়টা জেনে নেট নাগরিকদের চোখ কপালে উঠেছে, তা হল, মুম্বই ছেড়ে ফার্ম হাউজে দম্পতির যাওয়ার আরও একটা কারণ হল নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য বিশেষ কিছু ভিডিও তৈরি করা। প্রসঙ্গত, একটি ভিডিওতে হর্ষ লিম্বাচিয়া এবং ভারতী সিংহ দুজনেই জানিয়েছেন যে, তাঁরা এখন কাজের বাইরে শুধুমাত্র স্বাস্থ্যের খেয়াল রাখতে চান। সন্তানভাবে সুস্থভাবে জন্মায় সেজন্য ভারতীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিচ্ছেন হর্ষ।