এক্সপ্লোর
নিক-প্রিয়ঙ্কা বিয়ে, পাত্রের মা নতুন বৌমাকে উপহার দিলেন ৬.৭ ক্যারাট হিরের দুল

যোধপুর: গতকাল খ্রিষ্টীয় মতে বিয়ে সেরেছেন নিক জোনাস-প্রিয়ঙ্কা চোপড়া। উপহারে উপহারে ভরে গিয়েছেন বর-কনে। তবে প্রিয়ঙ্কার শাশুড়ি যে উপহার দিয়েছেন, তা সবার নজর কেড়েছে।
নিকের মা ডেনিস জোনাস প্রিয়ঙ্কার হাতে তুলে দিয়েছেন বিখ্যাত ফরাসি গহনা নির্মাতা ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের হিরের দুল। তিনি নিজে ওই সংস্থার দোকানে গিয়ে বৌমার জন্য এই দুল পছন্দ করেছেন। এই দুলের নাম স্নোফ্লেক ইয়ারিংস, সোনার দুলে বসানো অত্যন্ত মূল্যবান, মহার্ঘ্য সব হিরে। নির্মাণকারী সংস্থার ওয়েবসাইট বলছে, এর দান ৭৯,৫০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৫৫.৪৬ লক্ষ টাকা। এই দুলের ওজন ৬.৭ ক্যারাট, এতে ১৭০টি পাথর বসানো।
আজ হিন্দু মতে বিয়ে করবেন নিক-প্রিয়ঙ্কা। ৪ তারিখ দিল্লিতে তাঁদের রিসেপশন।
নিকের মা ডেনিস জোনাস প্রিয়ঙ্কার হাতে তুলে দিয়েছেন বিখ্যাত ফরাসি গহনা নির্মাতা ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের হিরের দুল। তিনি নিজে ওই সংস্থার দোকানে গিয়ে বৌমার জন্য এই দুল পছন্দ করেছেন। এই দুলের নাম স্নোফ্লেক ইয়ারিংস, সোনার দুলে বসানো অত্যন্ত মূল্যবান, মহার্ঘ্য সব হিরে। নির্মাণকারী সংস্থার ওয়েবসাইট বলছে, এর দান ৭৯,৫০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৫৫.৪৬ লক্ষ টাকা। এই দুলের ওজন ৬.৭ ক্যারাট, এতে ১৭০টি পাথর বসানো।
আজ হিন্দু মতে বিয়ে করবেন নিক-প্রিয়ঙ্কা। ৪ তারিখ দিল্লিতে তাঁদের রিসেপশন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জ্যোতিষ
ক্রিকেট






















