এক্সপ্লোর
Advertisement
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম নিয়েই হতে চলেছে প্রিয়ঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি!
মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়া, বলিউডের এই নামের সঙ্গে কোথাও যেন নতুন কিছু করার বাসনা সবসময়ই জুড়ে থাকে। অভিনব কিছু দর্শকদের উপহার দেওয়া এখন ৩৪-এর এই সুন্দরীর অভ্যাস হয়ে গেছে। নিজেকে শুধুমাত্র বলিউড অভিনেত্রী হিসেবেই আটকে রাখেননি তিনি। কাজ করেছেন হলিউডের দুটি বড় প্রজেক্টে। প্রযোজক হিসেবে বিভিন্ন নতুন ভাবনাচিন্তা রয়েছে তাঁর।
সূত্রের খবর, প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থা যে ছবি নিয়ে অল্প কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করছেন তার বিষয় হল রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম, তাঁর ব্যক্তিজীবনই হবে সেই ছবির মূল বিষয়। আশাই করা যায় প্রিয়ঙ্কার থেকে এখানেও দর্শকরা হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু পাবেন।
ভোজপুরী ছবি 'বাম বাম বোল রাহা কাশী' ছবির হাত ধরে প্রযোজনায় প্রবেশ পিগি চপসের। তারপর মরাঠি ছবি 'ভেন্টিলেটর', জাতীয় পুরস্কারের মঞ্চে একাধিক সেরার সম্মান পেয়েছে। এছাড়া আছে পঞ্জাবি ছবি 'শ্রাবণ'। অভিনেত্রীর প্রযোজনা সংস্থার ব্যানারে অল্প কিছু দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে সিকিমি ছবি 'পাহুনা' এবং গোয়ার ছবি 'লিটল জো'।
প্রিয়ঙ্কার ছবিতে সতেরো বছর বয়সি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখা যাবে। বিলেত যাওয়ার আগে আদবকায়দা শেখার জন্যে ঠাকুর পরিবার থেকে তাঁকে মুম্বইয়ে ডক্টর আত্মারাম পাণ্ডুরং তুরখুদের বাড়ি পাঠানো হয়। আত্মারামের কুড়ি বছর বয়সি মেয়ে অন্নপূর্ণা তখন সবে বিলেত থেকে ফিরেছেন। তাঁর থেকেই বিভিন্ন আদবকায়দা শিখতে শিখতে কখন যেন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যায়। অন্নপূর্ণাকে এক নতুন নাম দিয়েছিলেন কবিগুরু। নলিনী নামে ডাকতেন রবীন্দ্রনাথ তাঁকে, বহু কবিতাও তাঁকে উদ্দেশে করে লেখা হয়েছে। কিন্তু ঠাকুর পরিবারের অসম্মতির জন্যে পরিণতি পায়নি সেই প্রেম।
১৮৮০ সালে নলিনী স্কটল্যান্ডবাসী হারোল্ড লিটলডেল নামের এক ব্যক্তিকে বিয়ে করে চলে যান। তবে তাঁদের প্রেম কোথাও যেন থেকে গিয়েছিল। স্বর্গীয় এই প্রেমকে নিয়ে গবেষণা করেছিলেন পরিচালক উজ্জল চ্যাটার্জী। এরপর প্রিয়ঙ্কার প্রযোজনা সংস্থার হাত ধরে রুপোলি পর্দা হয়তো দেখতে পাবে সেই প্রেম। তবে ছবিতে কে অভিনয় করবেন, সেবিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই শ্যুটিং শুরু হবে এই ছবির।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement