Projapoti: 'প্রজাপতির ডানায় রাজনীতির রং', দেবের ছবি প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: নন্দনে হল পায়নি টলিউড অভিনেতা দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি 'প্রজাপতি' মুখ খুললেন দিলীপ ঘোষ। করলেন বিস্ফোরক মন্তব্য।
কলকাতা: নন্দনে শো পায়নি টলিউড অভিনেতা দেব (Dev) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ছবি 'প্রজাপতি' (Projapoti)। তা নিয়ে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। সুর চড়িয়েছেন দুই দলেরই রাজনৈতিক নেতারা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। করলেন বিস্ফোরক মন্তব্য।
'প্রজাপতি' প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ-
সম্প্রতি দিলীপ ঘোষ বলেন, 'আপনারা জানেন কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুন দাকে (মিঠুন চক্রবর্তী) ডাকা হয়নি। বাংলার একমাত্র সুপারস্টার। তাঁকে ডাকা হয়নি। কারণ, তিনি তৃণমূল করেন না। বিজেপি করেন। দেবেরও এমনই। দেবকে গতবার জোর করে ভোটে দাঁড় করানো হয়েছিল। ও ভোটে দাঁড়াতে চায়নি। কারণ, তারও ব্যবসা বন্ধ করা হয়েছিল। নাহলে ও দাঁড়াবে না। আজকে তৃণমূল না করলে আপনি চাকরি পাবেন না। আপনি সিনেমায় জায়গা পাবেন না। আপনি সিনেমা মুক্তির জন্য হল পাবেন না। নন্দন কীসের জন্য করা হয়েছে? ফূর্তি করার জন্য? সিনেমা উদ্বোধন করার জন্য। মিঠুন দা বহুদিন পর সিনেমা করছেন। এত বাঙালি তাঁর জন্য অপেক্ষা করে রয়েছেন। তাঁকে মুক্তির জায়গা দেবেন না? এত ছোট মন কেন?'
">
আরও পড়ুন - Tunisha Sharma Death: তুনিশা শর্মা মৃত্যু মামলায় সহ-অভিনেতাকে ৪ দিনের পুলিশি হেফাজত
প্রসঙ্গত, মুক্তির পর নন্দনে শো পেল না দেব (Dev) অভিনীত ফিল্ম 'প্রজাপতি' (Projapoti)। 'প্রজাপতি' (Projapoti) ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী সিনেমাটিতে থাকার কারণেই কী নন্দনে জায়গা পেল না সিনেমাটি ? এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।এদিন দেব ট্যুইট করে লিখেছেন, 'নন্দনকে এবার খুবই মিস করব। তবে কোনও ব্যাপার নয়। আবার দেখা হবে।' মিঠুন এবং দেব দুই রাজনৈতিক শিবিরের। রাজনৈতিক কারণেই কি নন্দনে জায়গা পেল না প্রজাপতি? টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক বিভাজনের শিকার প্রজাপতি? উঠছে প্রশ্ন।
">