Tunisha Sharma Death: তুনিশা শর্মা মৃত্যু মামলায় সহ-অভিনেতাকে ৪ দিনের পুলিশি হেফাজত
Tunisha Sharma Death Case: তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।
মুম্বই: শনিবার আত্মঘাতী হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে পাওয়া যায় তাঁর ঝুলন্ত দেহ (Tunisha Sharma Death)। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। আর এবার মুম্বইয়ের ভাসাই আদালতের পক্ষ থেকে অভিযুক্তকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিজান খানের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ-
এএনআই সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় সহ-অভিনেতা শিজান খানের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ের ভাসাই আদালত। অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও তথ্যপ্রমাণ নেই। যে অভিযোগ তোলা হয়েছে তাঁর মক্কেলের বিরুদ্ধে, তার কোনও প্রমাণ নেই।
TV actor Tunisha Sharma death case: Tunisha Sharma's co-star & accused Sheezan Khan sent to 4-day police custody by Vasai court in Mumbai. pic.twitter.com/0y55NcQ2LC
— ANI (@ANI) December 25, 2022">
আরও পড়ুন - Main Atal Hoon: প্রকাশ্যে 'ম্যায় অটল হুঁ'-এর পোস্টার, অটল বিহারী বাজপেয়ী রূপে চেনা দায় পঙ্কজ ত্রিপাঠীকে
প্রসঙ্গত, মুম্বইয়ে ধারাবাহিকে সেটে মেকআপ রুমে আত্মঘাতী হন টিভি সিরিয়াল 'আলিবাবা দস্তান ই কাবুল' এবং 'ফিতুর' ছবির অভিনেত্রী তুনিশা শর্মা। তাঁর একটি মিউজিক ভিডিও শ্যুট করার কথা ছিল। কিন্তু শেষ অবধি তা আর হল না। আচমকাই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। তিনি 'ফিতুর' এবং 'বারবার দেখো'-র মতো ছবিতে ক্যাটরিনা কাইফের ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন। তাঁকে ইশক সুবহাল্লাহ, গায়েব,শের ই মহারাজা রঞ্জিত সিং-র মতো অনেক শোতে দেখা গিয়েছে। তিনি মাত্র ২০ বছর বয়সে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন।
Mumbai: Sheezan Khan has been sent to custody for 4 days. Police don't have any evidence as yet. Allegations are put against him. Further probe is yet to be conducted: Sheezan Khan's advocate pic.twitter.com/eOmqftntjn
— ANI (@ANI) December 25, 2022">