Prosenjit Chatterjee: হঠাৎ পুরীর জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ, কোন ছবির শ্যুটিং করছিলেন তিনি?
Prosenjit Chatterjee went to Puri: সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। আপাতত নতুন শ্যুটিংয়ের কারণে পুরীতে রয়েছেন তিনি।
কলকাতা: শ্যুটিং শেষে, পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। আপাতত নতুন শ্যুটিংয়ের কারণে পুরীতে রয়েছেন তিনি।
বয়স ৬০ পেরোলেও, এখনও টলিউডের অন্যতম ব্যস্ত নায়ক তিনি। টলিউড থেকে শুরু করে বলিউড.. সব জায়গাতেই নিজের সাক্ষর রেখেছেন 'বুম্বাদা'। পুজোর সময় মুক্তি পাওয়া ছবি 'দশম অবতার' টলিউডে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। আগামীতে শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-তে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কিন্তু তার আগেই, এখন এক অন্য ছবির কাজে ব্যস্ত প্রসেনজিৎ।
সূত্রের খবর, 'কাবেরী অন্তর্ধান'-এর পরে ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) নতুন ছবিতে কাজ করছেন প্রসেনজিৎ। আর এই ছবিতে তিনি জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সঙ্গে। এটিই জুটির ৫০তম ছবি হতে চলেছে। তবে এই ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি কৌশিক, প্রসেনজিৎ বা ঋতুপর্ণার তরফে। আজ সোশ্যাল মিডিয়ায় এর আগে আজই প্রসেনজিৎ জানিয়েছিলেন, তাঁদের পুরীর শ্যুটিংয়ের শিডিউল শেষ হয়ে গিয়েছে।
অন্যদিকে, সদ্য নতুন এক দায়িত্ব নিয়েছেন প্রসেনজিৎ। দীর্ঘদিন বাদে ছোটপর্দার প্রযোজনায় ফিরেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন অভিনেতা। জি বাংলায় ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-র প্রযোজনা দায়িত্বে রয়েছেন বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন।
অন্যদিকে, দশম অবতারের হাত ধরে ১১ বছর পরে, পর্দায় সৃজিতের (Srijit Mukherjee)-র হাত ধরে এক অন্য প্রবীরকে ফিরিয়েছেন প্রসেনজিৎ। এবার কি তিনি আরও পরিণত? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছিলেন, 'আমি মনে করি, চরিত্র দিয়ে পরিণতিবোধ আসে না। এটা একটা প্রক্রিয়া। ছবির পর ছবি করে যাও.. তাতেই পরিণত হবে। আমি একদিকে যেমন 'জুবিলি' করছি, অন্যদিকে 'বাল্মিকী' করছি... আবার প্রবীর রায়চৌধুরীও করছি। আমি চরিত্র নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করি না। কেবল ভেবে নিই, কোন চরিত্রকে কিভাবে ফুটিয়ে তুলব। এর কৃতিত্ব আমার নয়। আসলে আমার সঙ্গে যে পরিচালকেরা কাজ করেন, তাঁরা প্রত্যেকেই আমার ভাল আর মন্দ দিকগুলো সম্পর্কে ওয়াকিহাল। আজ পর্যন্ত সৃজিতের সঙ্গে যে কয়েকটা কাজ করেছি, প্রত্যেকটাই নতুন নতুন চ্যালেঞ্জ। ২-৩ বছর পরে একটা ছবি করলেও, সৃজিত আমার থেকে সেরাটা বের করে নিতে জানে, ঠিক যেমন ঋতুদা করত। আবার অতনু, কৌশিক.. এটা আমার অভিনয় থেকে আলাদা আলাদা স্তরকে আবিষ্কার করেছে প্রত্যেক ছবিতে। এদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে ভীষণ স্বস্তিদায়ক।'
View this post on Instagram
আরও পড়ুন: Amitabh Bacchan: ৮১ বছর বয়সে নতুন ভাষা শিখছেন অমিতাভ বচ্চন, শিক্ষক এক খুদে!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।