Prosenjit Chatterjee letter: অ্য়াপে খাবার অর্ডার করেও মেলেনি, মোদি-মমতাকে চিঠি ক্ষুব্ধ প্রসেনজিতের
Prosenjit Chatterjee letter: অনলাইন খাবার ডেলিভারি অ্যাপে খাবার ডেলিভারি করেও না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সাদা কালো হরফে লেখা লম্বা এক চিঠি। লেখক, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। অনলাইন খাবার ডেলিভারি অ্যাপে খাবার ডেলিভারি করেও না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখছেন তিনি।
আজ সোশ্যাল মিডিয়ায় লম্বা একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে লেখেন, 'উৎসবের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সদ্য একটি সমস্যার মধ্যে পড়েছিলাম ও সেইদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত ৩ নভেম্বর আমি স্যুইগি ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করি। কিছুটা সময় পর আমার ট্র্যাকিং ডিটেলস-এ দেখায় আমার কাছে খাবার পৌঁছে গিয়েছে। অথচ আমি কোনও খাবার পাইনি। ঘটনাটি নিয়ে ওই অ্যাপ কর্তৃপক্ষকে আমি অভিযোগ জানাই। এতে ওই অ্যাপটি আমার টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু অবশ্যই আমার কাছে খাবারটি আসেনি। '
এখানেই থেকে থাকেননি প্রসেনজিৎ। তিনি আরও লেখেন, 'আমার মনে হয় এই সমস্যাটার মধ্যে যে কেউই পড়তে পারে। যদি এই পরিস্থিতি হয় যে কারও বাড়িতে অতিথি এসেছে আর তিনি তাঁদের জন্য খাবার অর্ডার করেছেন। অথবার কেউ রাতের খাবার হিসেবে স্যুইগি থেকে অর্ডার করেছেন? তিনি কী রাতে না খেয়ে থাকবেন? আমার মনে হল এই সমস্যার যে কেউ সম্মুখীন হতে পারে। আর তাই এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম ও এটা নিয়ে কথা বললাম।'
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেতা। প্রায়ই শ্যুটিং সেট থেকে ছবি বা ছেলের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। অতনু ঘোষ পরিচালিত ছবি ‘শেষ পাতা’-য় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই শুরু হয়েছে শ্যুটিংও। তাঁর চরিত্রের নাম বাল্মিকী। কিছুদিন আগে অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবির শ্যুটিংয়ের কয়েক ঝলক। দেখা যায় তাঁর বিশেষ লুকের কিছু অংশও।