![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Prosenjit-Dev: 'কাছের মানুষ'-এর প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন দেব-প্রসেনজিৎ
Prosenjit-Dev in Kacher Manush: আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন দেব। ক্যাপশানে লিখেছেন, 'আপনাদের পুজোর প্ল্যান তৈরি তো? আমাদের প্ল্যান কিন্তু সর্টেড "কাছের মানুষ" - এর সঙ্গে।'
![Prosenjit-Dev: 'কাছের মানুষ'-এর প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন দেব-প্রসেনজিৎ Prosenjit-Dev: Prosenjit Chatterjee and Dev shares Kacher Manush's preparation photo Prosenjit-Dev: 'কাছের মানুষ'-এর প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন দেব-প্রসেনজিৎ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/13/0d9fe18f13d79c3f0cd162b6448738be1657732529_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কাছের মানুষদের নিয়ে 'কাছের মানুষ'-এর প্রস্তুতি। সোশ্য়াল মিডিয়ায় নতুন ছবির প্রস্তুতির ছবি শেয়ার করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দেব (Dev)। এবার পুজোয় মুক্তি পাচ্ছে 'কাছের মানুষ'। এই ছবির সৌজন্যে প্রথমবার পর্দা ভাগ করে নেবেন প্রসেনজিৎ ও দেব।
গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যাচ্ছে লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব। পথিকৃৎ বসু পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও। ২৪ ফেব্রুয়ারি শেষ হয় 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। সেদিন কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হয়।
আরও পড়ুন: Anubhav Kanjilal Exclusive: ইশাকে হিংসা করি না, ওর মতো প্রতিভা টলিউডের প্রয়োজন
আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন দেব। ক্যাপশানে লিখেছেন, 'আপনাদের পুজোর প্ল্যান তৈরি তো? আমাদের প্ল্যান কিন্তু সর্টেড "কাছের মানুষ" - এর সঙ্গে।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)