Puja Banerjee: একরত্তি কৃশিবের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, খুদেকে সামাজিক মাধ্যমে স্বাগত জানালেন মা পূজা
একরত্তি ছেলেকে জড়িয়ে ধরে একগুচ্ছ ছবি, সঙ্গে ঘোষণা। ইনস্টাগ্রামে পা রাখল কৃশিব। পূজা বন্দ্যোপাধ্যায় ও কুমাল ভার্মার পুত্রের নামে খোলা হল নতুন ইনসটাগ্রাম অ্যাকাউন্ট।
![Puja Banerjee: একরত্তি কৃশিবের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, খুদেকে সামাজিক মাধ্যমে স্বাগত জানালেন মা পূজা Puja Banerjee: Actress Puja Banerjee welcomes her son Krishiv on Instagram Puja Banerjee: একরত্তি কৃশিবের নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, খুদেকে সামাজিক মাধ্যমে স্বাগত জানালেন মা পূজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/28/62a39ea8000477735568dec6e9c4ee07_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একরত্তি ছেলেকে জড়িয়ে ধরে একগুচ্ছ ছবি, সঙ্গে ঘোষণা। ইনস্টাগ্রামে পা রাখল কৃশিব। পূজা বন্দ্যোপাধ্যায় ও কুমাল ভার্মার পুত্রের নামে খোলা হল নতুন ইনসটাগ্রাম অ্যাকাউন্ট। সেখান থেকে নিয়মিত ভাগ করে নেওয়া হবে একরত্তির ছবি থেকে শুরু করে তার বিভিন্ন কার্যকলাপ। শুক্রবার রাতে ছেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা নিজেই জানালেন না পূজা। ছোট্ট কৃশিবকে ইনস্টাগ্রামে স্বাহত জানালেন তিনি।
আরও পড়ুন: দিতিপ্রিয়ার আবদারে 'সোয়্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত'-এ পা মেলালেন সৌরভ
সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন পূজা বন্দ্যোপাধ্যায় (কুণাল ভার্মা) ও কুণাল ভার্মা (Kunal Varma)। লকডাউনের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন পূজা ও কুণাল। একরত্তি ছেলেও রয়েছে তাঁদের, নাম কৃশিব (Krishiv)। কিন্তু এরপর করোনা পরিস্থিতি ও লকডাউনের জেরে পিছিয়ে গিয়েছিল তাঁদের সামাজিক বিয়ে। সীমিত সংখ্যক অতিথি নিয়ে বিয়ে সারতে চাননি পূজা। তাঁদের ইচ্ছা ছিল জাঁকজমক করে বিয়ে করার। সেই সখ পূরণ করতেই সপরিবারে গোয়ায় উড়ে গিয়েছিলেন পূজা। সঙ্গে ছিলেন তাঁর পরিবার, আত্মীয় ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরাও।
গোয়ায় বিয়ের আসর বসেছিল এই বাঙালি অভিনেত্রীর। লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বিয়ের আসর। আর সেখানে হাজির ছিল নতুন বর-কনের একরত্তি ছেলেও!
বিয়ের আগের দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, পূজার হাতে শোভা পাচ্ছে বিয়ের মেহেন্দি। আর তাঁর পাশে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন কুণাল। পূজার মুখে দুষ্টুমির হাসি। ক্যাপশানে পূজা লিখেছেন, 'শেষমেশ মুঝস্ শাদি করোগি গাইতেই হল কুণাল ভার্মাকে।' বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় পূজা যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা গেল না তাঁর বিয়ের সাজ। তবে ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেল লাল বেনারসি আর কাজললতা ধরা পূজার একটি হাত। আগেই জানিয়েছিলেন, বিয়েতে লাল বেনারসি পরবেন পূজা, মণ্ডপে আসবেন পালকি করে। তাঁর অতিথি বন্ধুদের স্টেটাস্ দেখা মিলেছিল সমুদ্র তীরে সাজানো মণ্ডপ ও তাঁর পালকির। এরপর অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন পূজা। বিয়েতে তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিল একরত্তি কৃশিব।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)