Puratan: সুমন ঘোষের ছবির হাত ধরে প্রথমবার পর্দার একসঙ্গে শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা সেনগুপ্ত
Upcoming Bengali Movie: ছবিতে বিশেষ চরিত্রে দেখা মিলবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তরও
![Puratan: সুমন ঘোষের ছবির হাত ধরে প্রথমবার পর্দার একসঙ্গে শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা সেনগুপ্ত Puratan Rituparna Sengupta Sharmila Tagore Social Media Suman Ghosh Taran Adarsh Puratan: সুমন ঘোষের ছবির হাত ধরে প্রথমবার পর্দার একসঙ্গে শর্মিলা ঠাকুর-ঋতুপর্ণা সেনগুপ্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/fd1ba5027fd552b2564a28a631512fbe169457521562147_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ১৪ বছর পর বাংলা ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর (Sharmila Thakur)। নেপথ্য়ে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সুমন ঘোষ। ছবির নাম 'পুরাতন'। এই ছবিতে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করবেন শর্মিলা ঠাকুর ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ছবিতে শর্মিলা ঠাকুরের জামাই অর্থাৎ ঋতুপর্ণার স্বামীর চরিত্রে দেখা মিলবে ইন্দ্রনীল সেনগুপ্তর (Indranil Sengupta)।
ইতিমধ্য়েই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ছবিও শেয়ার করেছেন। জানা যাচ্ছে,'পুরাতন' ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বে থাকবেন দেবজ্যোতি মিশ্র। চলতি বছরের ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনেই শুরু হতে পারে এই ছবির শ্যুটিং। কলকাতা ছাড়াও আরও বেশকিছু জায়গায় এই ছবির শ্যুটিং করা হবে। উল্লেখ্য়, ছবির প্রযোজনা করছে ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’। তবে ছবিটি কবে মুক্তি পেতে পারে তার সম্ভাব্য় তারিখও এখনও প্রকাশ্য়ে আসেনি।
আরও পড়ুন...
'ওয়েলকাম ৩' থেকে কেন বাদ নানা পটেকর? কারণ জানালেন নিজেই
গতবছর মুক্তি পেয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি 'মহিষাসুরমর্দিনী'। এই ছবিতে মেয়েদের লড়াইয়ের গল্প বলা হয়েছে। কেরিয়ায়ের প্রথম দিকে ঋতুপর্ণা সেনগুপ্তর লড়াইটা কেমন ছিল তা জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। তিনি বলেছিলেন, 'আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, একেবারে সাদা স্লেটের মতো ছিলাম। কোনও অভিজ্ঞতা ছিল না। আর সম্ভবত সেইজন্যেই নতুন করে অনেক কিছু লিখতে পেরেছি, শিখতে পেরেছি। সেই জায়গাটাকে আমি সবসময় সম্মান করি। আর আমি কখনও ভাবিনি আমি অভিনেত্রী হব। চেয়েছিলাম শিক্ষক হব। যখন অভিনয় জগতে এলাম, আস্তে আস্তে নিজেই নিজেকে শেখাতে শুরু করলাম।'
উল্লেখ্য়, 'মহিষাসুরমর্দিনী'তে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) পাশাপাশি অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও পরমব্রত বন্দ্যোপাধ্যায় (Parambrata Chatterjee) শ্রীতমা দে, অরিয়ুন ঘোষ, অরুণিমা হালদার, অভ্যুদয় দে, কৌশিক কর, সাহেব ভট্টাচার্য এবং পৌলোমী দাস। সিনেমাটোগ্রাফি করেছেন শুভদীপ দে, সম্পাদনা অমিত পালের এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ কুন্ডু। এই ছবিটি তৈরি হয়েছে পবন কানোদিয়ার প্রযোজনায় এবং AVA ফিল্ম প্রোডাকশনসের ব্যানারে।। 'মহিষাসুরমর্দ্দিনী' -র ট্রেলারও প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এই ছবিটি ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। দর্শকমহলেও প্রশংসিত হয়েছিল এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)