Rachna Banerjee: ঘরোয়া আয়োজনে ছেলের জন্মদিন পালন, ছবি শেয়ার করলেন রচনা
Rachna Banerjee's Son's Birthday: ছিমছাম ঘরোয়াভাবেই ছেলের জন্মদিন পালন করলেন রচনা বন্দোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন জন্মদিন পালনের ছবি।
কলকাতা: ছেলের জন্মদিন। আর তাই বাড়িতেই আয়োজন হল পায়েস থেকে শুরু করে কেক। ছিমছাম ঘরোয়াভাবেই ছেলের জন্মদিন পালন করলেন রচনা বন্দোপাধ্যায় (Rachana Banerjee)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন জন্মদিন পালনের ছবি।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিন পালনের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রচনা। সেখানে কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ছেলেকে খাইয়ে দিতে, কোথাও আবার পঞ্চব্যঞ্জনের থালা সাজিয়ে দিয়েছেন তিনি। কেকে ছুরি চালাচ্ছেনও একসঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রচনা লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষটাকে। সেইদিনটা ছিল সবচেয়ে ভালো দিন যেদিন তুমি জন্মেছিলে। আমার চাঁদ, আমার তারা আমার সূর্য। তুমি সত্যিই একটা বড় আশীর্বাদ যেটা একজন মা হিসেবে আমি পেয়েছি। তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা।'
সদ্য বাবাকে হারিয়েছেন রচনা। এরপরেই জনপ্রিয় শো, 'দিদি নম্বর ওয়ান' (Didi No.1) থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন রচনা। প্রসঙ্গত, ছোটপর্দায় দীর্ঘদিন ধরে এই শো-টি সঞ্চালনা করে আসছেন রচনা। বিরতি কাটিয়ে তিনি আবার সেটে ফিরেছেন। রচনা না থাকাকালীন শো সঞ্চালনা করেছিলেন সুদীপা। কিন্তু বিরতি কাটিয়ে এখন স্বমহিমায় দিদি নম্বর ১ -এর ব্যাটন বয়ে নিয়ে চলেছেন রচনা।
">