Radhe Shyam Song Teaser : আসছে প্রভাস-পূজার 'রাধে শ্যাম', মুক্তি পেল রোম্যান্টিকতায় ভরা 'আশিকি আ গয়ি'-র টিজার
'বাহুবলী'-র সাফল্যের পর প্রভাসকে ফের দেখা যেতে চলেছে বলিউড ছবিতে। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর আগামী রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম'। রোম্যান্টিক অবতারে ফের দর্শকের সামনে ধরা দিতে চলেছেন প্রভাস (Prabhas)।
![Radhe Shyam Song Teaser : আসছে প্রভাস-পূজার 'রাধে শ্যাম', মুক্তি পেল রোম্যান্টিকতায় ভরা 'আশিকি আ গয়ি'-র টিজার Radhe Shyam Song Aashiqui Aa Gayi Teaser Prabhas Pooja Hegde Watch Video Radhe Shyam Song Teaser : আসছে প্রভাস-পূজার 'রাধে শ্যাম', মুক্তি পেল রোম্যান্টিকতায় ভরা 'আশিকি আ গয়ি'-র টিজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/3bf8cd6f972c70e0e287f5829031b2d8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দক্ষিণী ছবির অভিনেতা প্রভাসের (Prabhas) জনপ্রিয়তা আগেও বেশি ছিল। কিন্তু যখন থেকে তিনি 'বাহুবলী' রূপে দর্শকের সামনে ধরা দিয়েছেন, তখন থেকে তাঁর জনপ্রিয়তা হয়েছে আকাশছোঁয়া। 'বাহুবলী' এবং 'বাহুবলী টু' মুক্তি পাওয়ার পর হিন্দি ছবির দর্শকের কাছেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনই। বলিউডেও সেভাবেই রাজত্ব শুরু করেছেন অভিনেতা। 'বাহুবলী'-র সাফল্যের পর প্রভাস বলিউডে ডেবিউ করে শ্রদ্ধা কপূরের বিপরীতে 'সাহো' ছবি দিয়ে। ফের তাঁকে দেখা যেতে চলেছে বলিউড ছবিতে। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর আগামী রোম্যান্টিক ছবি 'রাধে শ্যাম' (Radhe Shyam)। রোম্যান্টিক অবতারে ফের দর্শকের সামনে ধরা দিতে চলেছেন প্রভাস। বিপরীতে থাকছেন হৃত্বিক রোশনের বিপরীতে 'মহেঞ্জোদারো' ছবিতে অভিনয় করা পূজা হেগড়ে (Pooja Hegde)। যদিও ছবিটি শুধুমাত্র হিন্দিতেই নয়, মুক্তি পাবে আরও কয়েকটি ভাষায়।
আরও পড়ুন - এবার পরিবারের কোন সদস্যকে লঞ্চ করতে চলেছেন সলমন খান?
সদ্যই মুক্তি পেয়েছে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত 'রাধে শ্যাম' ছবির রোম্যান্টিকতায় ভরা গান 'আশিকি আ গয়ি'-র (Aashiqui Aa Gayi) টিজার। গানের দৃশ্যে দুই অভিনেতার অনস্ক্রিন কেমিষ্ট্রি চোখে পড়ার মতো। অরিজিৎ সিংহের গলায় 'আশিকি আ গয়ি'-র টিজারেই মজেছে নেট দুনিয়া। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন মিঠুন।
প্রভাস-পূজার 'রাধে শ্যাম' ছবি ঘিরে উত্তেজনার অভাব নেই অনুরাগীদের কাছে। ছবিটি পরিচালনা করেছেন রাধেকৃষ্ণ কুমার। ছবির গল্পও তাঁরই লেখা। এই ছবিতে 'বাহুবলী' খ্যাত প্রভাস এবং পূজা হেগড়ে ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সচিন খেড়কর, প্রিয়দর্শী পুলিকোন্ডা, মুরলী শর্মা, কুণাল রয় কপূর, ঋদ্ধি কুমার, সাসা ছেত্রী। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'ম্যায়নে পেয়ার কিয়া' অভিনেত্রী ভাগ্যশ্রীকেও। দীর্ঘদিন বাদে অভিনয়ে ফিরে এই ছবি নিয়ে উচ্ছ্বসিত ভাগ্যশ্রী। জানা যাচ্ছে, আগামী ১৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পেতে চলেছে 'রাধে শ্যাম'।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)