এবার পরিবারের কোন সদস্যকে লঞ্চ করতে চলেছেন সলমন খান?
লভযাত্রী ছবি দিয়ে নিজের ভগ্নিপতীকে লঞ্চ করেন ভাইজান। বলিউড পায় নতুন এক নায়ককে। এবার শোনা যাচ্ছে, পরিবারেরই আর এক সদস্যকে বলিউড ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে চলেছেন ভাইজান সলমন খান।
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) নতুন ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'। এই ছবিতে ভাইজানের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মাকে (Ayush Sharma)। যদিও আয়ুষ শর্মার এটি প্রথম ছবি নয়। ২০১৮তে সলমন খানই তাঁকে বলিউড ইন্ডাস্ট্রিতে লঞ্চ করেন। সেই বছর সলমন খানের প্রোডাকশন হাউজ থেকে মুক্তি পায় 'লভযাত্রী'। এই ছবি দিয়ে নিজের ভগ্নিপতীকে লঞ্চ করেন ভাইজান। বলিউড পায় নতুন এক নায়ককে। এবার শোনা যাচ্ছে, পরিবারেরই আর এক সদস্যকে বলিউড ইন্ডাস্ট্রিতে লঞ্চ করতে চলেছেন ভাইজান সলমন খান।
যদিও সলমন খানের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও কিছু জানানো হয়নি। কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী মাসেই ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রীকে লঞ্চ করতে চলেছেন ভাইজান। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, সলমন খানের ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রীর গোটা পরিবারেরই এখন লক্ষ্য বলিউডে বড় করে তাঁকে লঞ্চ করা। গত দু বছর ধরে অভিনয় এবং নাটকে প্রশিক্ষণ নিচ্ছেন আলিজেহ। অভিনয় কেরিয়ারে এসে পায়ের তলার মাটি যাতে আরও মজবুত হয়, তার শুরুটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। এবার অপেক্ষা শুধু বিগ লঞ্চের। সূত্রের খবর, ইতিমধ্যেই গ্র্যান্ড ইভেন্টের মাধ্যমে লঞ্চ হতে চলেছেন সলমন খানের ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রী। ঘনিষ্ঠ সূত্রে খবর, ভাইঝির বিগ লঞ্চের পিছনে অনেক পরিশ্রম করছেন সলমন খান। ব্যক্তিগতভাবে তিনি প্রযোজক, পরিচালক এবং অন্যান্য তারকাদের সঙ্গে আলোচনায় বসছেন। শোনা যাচ্ছে, আগামী বছরই শুরু হতে চলেছে আলিজেহ-র ডেবিউ ছবি। যা মুক্তি পাবে ২০২৩-এ।
আরও পড়ুন - Katrina Vicky Kaushal Marriage: কত হোটেল বুকিং হল ইতিমধ্যেই ভিকি-ক্যাটরিনার বিয়ের আমন্ত্রিত অতিথিদের জন্য?
চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল সলমন খানের ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রী বলিউডে লঞ্চ হতে চলেছেন সুরজ বরজাতিয়ার ছেলে অবিনাশ বরজাতিয়ার ছবি দিয়ে। শোনা গিয়েছিল, সেই ছবিতে নবাগতা আলিজেহ-র বিপরীতে থাকতে পারেন সানি দেওলের ছোট ছেলে রাজবীর। যদিও শোনা যাওয়া সেই খবরও সলমন খান কিংবা অবিনাশ বরজাতিয়ার পক্ষ থেকে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। বলিউডে ডেবিউ করার আগে যেমন এখন অভিনয়ে প্রশিক্ষণ নিচ্ছেন আলিজেহ। তেমনই প্রয়াত সরোজ খানের থেকে নৃত্যেও প্রশিক্ষণ সেরে রেখেছেন।