![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Raj-Subhashree Daughter: মেয়েকে রুপোর লক্ষ্মী দিয়েছিলেন শুভশ্রীর মা, 'উনি আমাদের ঘরে এসেছেন', উচ্ছ্বসিত প্রতিক্রিয়া নায়িকার বাবার
Yaalini Chakraborty: বৃহস্পতিবার 'রাজ' পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিলেন তিনি। মা ও মেয়ে দু'জনেই সুস্থ রয়েছেন।
![Raj-Subhashree Daughter: মেয়েকে রুপোর লক্ষ্মী দিয়েছিলেন শুভশ্রীর মা, 'উনি আমাদের ঘরে এসেছেন', উচ্ছ্বসিত প্রতিক্রিয়া নায়িকার বাবার Raj Chakrabarty and Shubhashree Ganguly welcome their second child little girl overwhelmed reaction by actress father Raj-Subhashree Daughter: মেয়েকে রুপোর লক্ষ্মী দিয়েছিলেন শুভশ্রীর মা, 'উনি আমাদের ঘরে এসেছেন', উচ্ছ্বসিত প্রতিক্রিয়া নায়িকার বাবার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/30/82394791d1b1e02136a03f6b942956ce1701352638222229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ৩০ নভেম্বর, লক্ষ্মীবার, কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দ্বিতীয়বার বাবা হলেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দেন রাজ (Raj Chakraborty)। সেই সঙ্গে জানালেন সদ্যোজাতের নামও। ইউভানের বোনের কী নাম রাখা হল?
দাদা হল ইউভান, মেয়ের কী নাম রাখলেন রাজ-শুভশ্রী?
বৃহস্পতিবার 'রাজ' পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিলেন তিনি। মা ও মেয়ে দু'জনেই সুস্থ রয়েছেন। আনন্দে আত্মহারা দাদু দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। ছোট মেয়েকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে জানালেন উচ্ছ্বাস। কেমন লাগছে? দেবপ্রসাদবাবুর কথায়, 'ঘরে লক্ষ্মী এল আলো করে। আমি খুবই আনন্দিত। মেয়েকে দেখে এখন বাড়ি ফিরছি আবার কাল যাব। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে। মায়ের সঙ্গে কথা বলে এলাম। বিশ্রাম করছে।' তিনি আরও জানান, মেয়ে সন্তানসম্ভবা জানতে পেরে শুভশ্রীর মা তাঁর হাতে রুপোর লক্ষ্মী তুলে দিয়ে এসেছিলেন। 'সন্তানসম্ভবা খবর পেয়ে দিদিমা আমার ছোট মেয়ের হাতে রুপোর লক্ষ্মী তুলে দিয়ে এসেছিল। তাই আরও বেশি আনন্দিত। মা লক্ষ্মী আমাদের কথা শুনেছেন, আমাদের কথা রেখেছেন, দয়া করেছেন, উনি আমাদের ঘরে এসেছেন। এর থেকে আনন্দের আর কী হতে পারে!'
এদিন নিজের মেয়ের নাম সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন পরিচালক রাজ চক্রবর্তী। একটি মিষ্টি পোস্ট করে লেখেন, 'উই আর ব্লেসড উইথ এ বেবি গার্ল। আমাদের পৃথিবীতে স্বাগত ইয়ালিনী চক্রবর্তী (Yaalini Chakraborty)।' ইয়ালিনী নামের আক্ষরিক অর্থ 'সুরেলা'। অন্যদিকে দেবী সরস্বতীর অপর নাম ইয়ালিনী। এর আগে, দুপুরেই ট্যুইটারে পোস্ট করেন পরিচালক, খবর দেন পরিবারে 'রাজকন্যা' এসেছে। তাঁদের পোস্টে শুভেচ্ছার বন্যা। মৌনি রায়, রানা সরকার, মনামী ঘোষ, সায়নী গুপ্ত, পূজা বন্দ্যোপাধ্যায়, আকৃতি কক্কর, রুকমা রায়, সৌরভ দাস প্রমুখ তারকারা জানিয়েছেন শুভেচ্ছা।
View this post on Instagram
আরও পড়ুন: Raj-Subhashree: কোলে এল দ্বিতীয় সন্তান, মেয়ের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুখবর শোনালেন রাজ
২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে হয়। এলাহি আয়োজন ও অনুষ্ঠানে ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দম্পতির কোল আলো করে আসে পুচকে ইউভান। খুদেকে ঘিরেই দম্পতির দুনিয়া। তার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী। এখন ইউভানও দাদা। এবার নায়িকা নিঃসন্দেহে কিছুদিন ব্যস্ত থাকবেন মেয়েকে নিয়ে। তাঁর সব মুহূর্তের আপডেটও কি শেয়ার করবেন তিনি? বলবে সময়। আপাতত দম্পতির জন্য রইল শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)