Raj Chakrabarty : ব্যারাকপুর নিয়ে ছবি করছেন রাজ ? ওয়েব সিরিজে অর্জুন সিংহ? জানালেন নিজেই
Movie On Barrakpore : এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু করতে পারেন অর্জুন সিংহ।
সমীরণ পাল, আবির দত্ত, কলকাতা : রাজ চক্রবর্তীর সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ( Partha Bhowmick )। এবার সেই রাজই গেলেন সিপিএমের একসময়ের দাপুটে সাংসদ তড়িৎ তোপদারের ( Tarit Baran Topdar )বাড়িতে। শোনা যাচ্ছে, ব্যারাকপুর নিয়ে একটি ছবি করতে পারেন রাজ (Raj Chakrabarty)। পাশাপাশি আবার জল্পনা ভাসছে, যে এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু করতে পারেন, ওই ব্যারাকপুরেরই সাংসদ, অর্জুন সিংহ (Arjun Singh )।
রাজনৈতিক দলের মঞ্চ থেকে রুপোলি পর্দায়। আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম নেতা পার্থ ভৌমিকের ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে ব্যারাকপুর নিয়ে একাধিক শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ক্রাইম থ্রিলার তৈরির কথা উঠে আসছে। তার তাতে নাম শোনা যাচ্ছে, ব্য়ারাকপুর শিল্পাঞ্চলের একাধিক দাপুটে রাজনীতিবিদের। সম্প্রতি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের বাড়িতে যান ব্য়ারাকপুরে তৃণমূল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। দু'জনের মধ্যে কয়েক ঘণ্টা কথা হয়।
সূত্রের খবর, ব্যারাকপুর নিয়ে একটি ছবি করতে পারেন রাজ! যদিও এ নিয়ে কোনও মুখ খোলননি তিনি! রাজ জানান, ঘণ্টা দুয়েক কথা হয়। ব্যারাকপুর নিয়ে অনেক অজানা গল্প জেনেছেন প্রবীণ নেতার কাছ থেকে। আর তড়িৎ তোপদার বলছেন, 'ব্যারাকপুর সম্পর্কে কী ভেবে কে করছে, আমার বিশদ জানা নেই , তবে শুনেছি রাজ নাকি করছে !' যদিও, প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে গিয়ে তৃণমূল বিধায়কের বৈঠক প্রসঙ্গে অন্য় দাবি করেছেন প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে। নীলাদ্রির দাবি রাজ তাঁর বাবার উপর একটি ডকুমেন্টারি ছবি করতে চান।
প্রসঙ্গ যখন ব্যারাকপুর, তখন ব্য়ারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিংহের নাম না উঠলেই নয়। ইতিমধ্যেই ব্যারাকপুর নিয়ে ওয়েব সিরিজ তৈরির ঘোষণা হয়ে গেছে। এবার সেই ক্রাইম থ্রিলারে কি দেখা যাবে, অর্জুন সিংকে? তিনি বলছেন,' ব্যারাকপুর মানে অর্জুন সিংহ, অর্জুন সিংহ মানে ব্যারাকপুর' । পরিচালক সোহেল দত্তও সাসপেন্স জিইয়ে রেখে বলছেন. দেখা যাক না !
রাজ চক্রবর্তী আবার বলছেন, ' অর্জুনদা যে করছে জানতাম না। পার্থদা করেন নাটক। অনেকে করতে পারেন।
ব্যারাকপুরের ক্রাইম থ্রিলার অর্জুনদা পার্থদা থাকবে সেটাই স্বাভাবিক। ব্যারাকপুর নিয়ে পড়াশোনা করছি। যদি সেটা দিয়ে যদি কোনও কাজ হয়, নিশ্চয়ই করব'
অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিন্হা থেকে শুরু করে সানি দেওল! বা বাংলার দেব-মিমি-নুসরত-হিরণ-সোহম, অভিনয় করতে করতে রাজনৈতির জগতে এসেছেন অনেকেই! এবার দেখা যাচ্ছে তারই উল্টো স্রোত।