এক্সপ্লোর
রজনীকান্তের ‘২.০’-র স্যাটেলাইট স্বত্ব বিক্রি ১১০ কোটি টাকায়

চেন্নাই: সুপারস্টার রজনীকান্তর আগামী সিনেমা ‘২.০’-র স্যাটেলাইট স্বত্বই বিক্রি হল ১১০ কোটি টাকায়। জি নেটওয়ার্ক এই কল্পবিজ্ঞান থ্রিলারের স্বত্বটি কিনেছে। ২০১০-র ব্লকবাস্টার এনথ্রিয়ান-এর এই সিক্যোয়েলে ভিলেনের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। সিনেমার পরিচালক এস শঙ্কর। স্যাটেলাইট স্বত্ব এত বেশি পরিমাণ টাকায় বিক্রি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সিনেমার প্রযোজক সংস্থা। সিকা প্রোডাকশনের ক্রিয়েটিভ হেড রাজু মহালিঙ্গম বলেছেন, হিন্দি, তামিল ও তেলগু-এই তিনটি ভাষায় সিনেমার সংযুক্ত স্যালেটাইল স্বত্ব ১১০ কোটি টাকা। এ ব্যাপারে জি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা খুবই খুশি বলে জানিয়েছেন রাজু। সিনেমায় দেখা যাবে অ্যামি জ্যাকসন, সুধাংশু পান্ডে, আদিল হুসেন ও কলাভবন শাজোনের মতো তারকাদের। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। সিনেমার বাজেট ৪৫০ কোটি টাকা। ভারতীয় সিনেমার ইতিহাসে যা সবচেয়ে ব্যয়বহুল। দীপাবলীর সময় আগামী ১৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















