Raju Srivastava Health Update: উন্নতি হয়নি শারীরিক অবস্থার, রাজু শ্রীবাস্তবের স্ত্রীর সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস নরেন্দ্র মোদির
Raju Srivastava Health: আজ, শুক্রবার রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। খবর নেন অভিনেতার স্বাস্থ্যের। প্রয়োজন হলে তাঁকে সাহায্যের আশ্বাসও দেন
মুম্বই: শারীরিক অবস্থার উন্নতি হয়নি হাস্যকৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। এখনও দিল্লি AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। রয়েছেন আইসিইউ (ICU)-তে, এখনও একইরকমভাবে ভেন্টিলেশন সাপোর্ট (Ventilator) প্রয়োজন হচ্ছে তাঁর। আজ অভিনেতার স্ত্রীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং (PM Narendra Modi)
আজ, শুক্রবার রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। খবর নেন অভিনেতার স্বাস্থ্যের। প্রয়োজন হলে তাঁকে সাহায্যের আশ্বাসও দেন। অন্যদিকে অভিনেতার কন্যা অন্তরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি হয়নি। অভিনেতার স্বাস্থ্যের খেয়াল রাখতে তৈরি করা হয়েছে মেডিক্যাল টিম। আশা করা যায়, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন অভিনেতা। তাঁর জন্য প্রার্থনা করছেন অনুরাগী থেকে শুরু করে তাঁর পরিবারে সবাই । অভিনেতার সঙ্গে সর্বক্ষণ আইসিইউতেই রয়েছেন তাঁর স্ত্রী ।
আরও পড়ুন: Amitabh Bacchan: 'একাধিকবার সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েও পাস করতে পারিনি', অকপট অমিতাভ বচ্চন
গতকাল, অভিনেতার স্বাস্থ্যের খোঁজ নেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ (Defence Min Rajnath Singh)। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ অভিনেতার স্ত্রীর কাজ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছিলেন। এএনআই সংবাদসংস্থা সুত্রে খবর, আজই অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেছিলে মন্ত্রী।
১০ অগাস্ট, গত বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। আজ তাঁকে স্থানান্তরিত করতে হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অবস্থার অবনতি হয়েছে তাঁর। এখন ভেন্টিলেশনে সাপোর্টে (Ventilation Support) রয়েছে অভিনেতা। বুধবার শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর ।
বিভিন্ন সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে, দক্ষিণ দিল্লির জিমে ট্রেডমিলে ওয়ার্কআউট করছিলেন রাজু শ্রীবাস্তব। জিম চলাকালীনই আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভবের পরই তিনি অজ্ঞান হয়ে যান। হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার কিছুক্ষণ আগেই সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে ভিডিও পোস্ট করেছিলেন রাজু শ্রীবাস্তব। তাঁকে তাঁর চিরাচরিত কায়দায় বলিউডের একাধিক তারকাকে মিমিক্রি করতে দেখা যায়। বিনোদ খন্না থেকে শশী কপূর এবং আরও অনেক তারকাকে মিমিক্রি করে ভিডিও পোস্ট করেন। তারপরই আচমকা জিম করাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি ।