Amitabh Bacchan: 'একাধিকবার সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েও পাস করতে পারিনি', অকপট অমিতাভ বচ্চন
Amitabh Bacchan Update: কেবল সাবলীল সঞ্চালনা নয়, ছোট ছোট গল্প, ঘটনা হামেশাই মঞ্চে ভাগ করে নেন অমিতাভ। তাঁর এই ব্যক্তিগত ছোঁয়াই যেন দর্শকদের আরও বেশি আকৃষ্ট করে
মুম্বই: ফের নতুন সিজন নিয়ে ফিরেছে জনপ্রিয় শো কোন বনেগা ক্রোড়পতি ('Kaun Banega Crorepati Season 14' )। এইটি এই রিয়্যালিটি শোটির ১৪ নম্বর সিজন। আর প্রত্যের সিজনের মতো এবারেও সঞ্চালকের আসনে নজর কাড়ছেন 'বলিউডের শাহেনশা' অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
কেবল সাবলীল সঞ্চালনা নয়, ছোট ছোট গল্প, ঘটনা হামেশাই মঞ্চে ভাগ করে নেন অমিতাভ। তাঁর এই ব্যক্তিগত ছোঁয়াই যেন দর্শকদের আরও বেশি আকৃষ্ট করে। সাধারণ মানুষ সবসময়েই জানতে চান পর্দার বাইরের মানুষ অমিতাভকে। আর শো-তে বিভিন্ন প্রশ্ন করার পাশাপাশি নিজের ব্যক্তিসত্তাকেও তুলে ধরেন অমিতাভ।
সম্প্রতি শো সঞ্চালনা করার সময় নিজের ব্যক্তিগত জীবনে ব্যর্থতার কথা তুলে ধরেন অমিতাভ। 'বলিউডের শাহেনশা' -র যাত্রাপথ নেহাত সহজ ছিল না। বারংবার ব্যর্থও হয়েছেন তিনি। সদ্য অমিতাভ জানিয়েছেন, তিনি একাধিকবার সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু প্রতিবারই ব্যর্থ হন তিনি। সদ্য় কেবিসি-র হটসিটে বসেছিলেন মধ্যপ্রদেশের ডেপুটি কালেক্টর সম্পদ স্বরূপ গুর্জর। সেই এপিসোডেই নিজের ব্যর্থতার কথা প্রকাশ্যে আনেন অমিতাভ।
এই শো-তে অমিতাভ বলেন, এই শো-এর জন্য তিনি এমন অনেকের সঙ্গেই দেখা করেছেন, যাঁরা সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অমিতাভ বলছেন, 'সিভিল সার্ভিসের পরীক্ষা আমার কাছে বেশ শক্ত বলেই মনে হয়েছে। আমি একাধিকবার এই পরীক্ষা দিয়েছি কলেজের পর। কিন্তু প্রতিবারই ফেল হয়েছি।'
কেবল অমিতাভ নন, শো-তে এসে মধ্যপ্রদেশের ডেপুটি কালেক্টর সম্পদ স্বরূপ গুর্জর বলেন, তাঁর মা-ও একাধিকবার এই পরীক্ষার চেষ্টা করেছেন। কিন্তু তিনিও এই পরীক্ষায় পাশ করতে পারেননি। কিন্তু সম্পদ স্বরূপ গুর্জরকে পড়ায় সাহায্য করেছিলেন তাঁর মা।
অন্যদিকে, সামনেই মুক্তি পাবে তাঁর নতুন ছবি ব্রহ্মাস্ত্র (Bramhastra)। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর (Ranveer Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। গত প্রায় পাঁচ বছর ধরে শ্যুটিং চলছিল 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) এই ছবিকে ঘিরে নির্মাতা থেকে দর্শকদের প্রত্যাশা অনেক। এর আরও একটা বড় কারণ, 'ব্রহ্মাস্ত্র' ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্টকে (Alia Bhatt)। ইতিমধ্যেই তাঁরা ব্যক্তিগত জীবনে জুটি বেঁধেছেন। কিন্তু পর্দায় তাঁদের এখনও পর্যন্ত একসঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। এই ছবি দিয়েই রিল লাইফের রসায়ন দেখা যাবে রণবীর-আলিয়ার।