Bigg Boss OTT: সুপারহিরো কস্টিউমে 'অনশন' রাখি সাওয়ান্তের, ক্ষোভ প্রকাশ 'বিগ বস ওটিটি'-এর বিরুদ্ধে
ফের বিতর্কিত মন্তব্য রাখি সাওয়ান্তের।
নয়াদিল্লি: বলিউডে বিতর্কের কথা বললে রাখি সাওয়ান্তের নাম মাথায় আসতে বাধ্য। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করে বা কোনও ভিডিও বা ছবি পোস্টের মাধ্যমে তিনি লাইমলাইটে থাকেন। অনেকেই তাঁর এমন পোস্ট বা মন্তব্য করার অভ্যেসকে 'পাব্লিসিটি স্টান্ট' হিসেবেই দেখেন।
আবারও এমনই কীর্তি ঘটালেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। 'বিগ বস ওটিটি'-র প্রথম সপ্তাহান্তের এপিসোড মুক্তি পাওয়ার পরই আজব কাণ্ড ঘটান রাখি। গত সপ্তাহের পর্বে বিশেষ অতিথি হিসেবে আসেন 'বিগ বস ১৩' খ্যাত শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্ল। ব্যাপারটা খুব একটা ভাল ভাবে নেননি 'বিগ বস ১৪'-এর প্রতিযোগী রাখি সাওয়ান্ত। 'বিগ বস' কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তিনি 'ভুখ হরতাল' অর্থাৎ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে কোনও কিছুই সাধারণভাবে করেন না রাখি সাওয়ান্ত। সাধারণভাবে প্রতিবাদ তিনি করেননি। সকলের চোখে পড়েছে তাঁর অভিনব সাজপোশাক। সুপারহিরো স্পাইডারম্যান ও সুপারম্যানের নাম আমাদের সকলেরই জানা। রাখি যে কস্টিউমটি পরে জনসমক্ষে আসেন, তা ওই দুই সুপারহিরোর পোশাকের মিশ্রণ।
মঙ্গলবার, সোনালি গয়নার সঙ্গে স্পাইডারম্যান ও সুপারম্যানের মিশ্রিত এক পোশাকে পাপারাৎজিরা ক্যামেরাবন্দি করেন রাখি সাওয়ান্তকে। বাদ যায়নি 'হেড গিয়ার'-ও। অভিনেত্রী তাঁর মাথা ঢাকেন লাল টুপিতে। এমনকী মুখের অর্ধেক অংশ স্পাইডারম্যানের মাস্কের মতো আঁকেন। এই পোশাকে শোয়ের সেটের প্রবেশদ্বারে দেখা যায় তাঁকে, সঙ্গে ছিল একটি ট্রলি ব্যাগ। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে বাধা দিতেই বিপত্তি। সেই মুহূর্তেই তিনি অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেন।
View this post on Instagram
ভিডিও সৌজন্য: মানব মঙ্গলানি
এর আগে নিজের সোশাল সাইটে তিনি একটি ভিডিও পোস্ট করেন। 'বিগ বস ওটিটি'-তে তাঁকে আমন্ত্রণ না জানিয়ে 'সিডনাজ'-কে আমন্ত্রণ জানানোয় দুঃখ প্রকাশ করেন ভিডিওয়। ক্যাপশনে তিনি লেখেন, 'দুঃখ পেয়েছি বিগ বস ওটিটি, খুবই দুঃখ পেয়েছি আমি। এ কেমন কথা, শোয়ের নাম বিগ বস ওটিটি আর ওটিটির রানিকেই শোয়ে ডাকা হল না!! বিগ বস, আমি তোমার প্রথম স্ত্রী...আমি আসছি।'
View this post on Instagram
ভিডিও সৌজন্য: রাখি সাওয়ান্তের ইনস্টাগ্রাম
রাখি সাওয়ান্ত 'বিগ বস ১৪'-এর প্রতিযোগী ছিলেন এবং পাঁচজন ফাইনালিস্টের অন্যতম ছিলেন।