এক্সপ্লোর
স্বামী বাড়ি আসেননি এক বছর, ডিপ্রেসনে রাখি সাওয়ান্ত
টেলিভিশন শো বিস বস-এর ১৪তম পর্বে অংশগ্রহণ করবেন রাখি সাওয়ান্ত।সলমন খানের এই শোয়ে চ্যালেঞ্জার হিসেবে প্রবেশ করতে চলেছেন রাখি। এর আগে প্রতিযোগী হিসেবে তিনি অংশ নিয়েছিলেন বিগ-বসের একেবারে প্রথম সিজনে।কিন্তু আপাতত মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে রয়েছেন রাখি। ঘনিষ্ঠ মহলে রাখি জানিয়েছেন যে তিনি অর্থ সঙ্কটে রয়েছেন, কিন্তু এই অবস্থার মধ্যেও তাঁকে পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে যেতে হচ্ছে।

মুম্বই: টেলিভিশন শো বিস বস-এর ১৪তম পর্বে অংশগ্রহণ করবেন রাখি সাওয়ান্ত।সলমন খানের এই শোয়ে চ্যালেঞ্জার হিসেবে প্রবেশ করতে চলেছেন রাখি। এর আগে প্রতিযোগী হিসেবে তিনি অংশ নিয়েছিলেন বিগ-বসের একেবারে প্রথম সিজনে।কিন্তু আপাতত মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে রয়েছেন রাখি। ঘনিষ্ঠ মহলে রাখি জানিয়েছেন যে তিনি অর্থ সঙ্কটে রয়েছেন, কিন্তু এই অবস্থার মধ্যেও তাঁকে পরিবারের সমস্ত দায়িত্ব পালন করে যেতে হচ্ছে। এমনকী নিজের বিয়েটাকেও তিনি ‘মিসটেক’ হিসেবে বর্ণনা করেছেন পরিচিতদের কাছে। তিনি বলছেন, বিয়েটা আমার একটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল। আমার মনে হয়েছিল একজন ধনী ব্যক্তিকে বিয়ে করলে আর্থিক লড়াইগুলো থেকে বেরিয়ে আসতে পারব কিন্তু তা ঘটেনি।
স্বামীর ব্যাপারে রাখি বলেন, আমার স্বামী জনসমক্ষে আসতেই চান না। বছর ঘুরে গেল তিনি ভারতেই আসেননি, ব্রিটেনেই রয়ে গিয়েছেন। বিয়েটা আমার জীবনের আরও একটা ট্র্যাজেডি।
রাখি বলেন, ‘আমি জীবন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি না, আমি জীবন কাটাতে চাই এবং নিজের কাজও করে যেতে চাই, কিন্তু আমি বেশ খানিকটা ডিপ্রেশনে রয়েছি। ডিপ্রেশনে থাকার সময় অনেকেই নানা ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভুল করে ফেলেন। অনেকে তো জীবনই শেষ করে ফেলে। কিন্ত আমি তেমন কিছু করার কথা ভাবছি না মোটেই। কখনোই ভাববোও না। ঈশ্বর এই মূল্যবান জীবন দিয়েছেন।‘
রাখির সংযোজন, ‘অর্থ চিরকাল থাকে না কিন্ত আমি বিশ্বাস করি ট্যালেন্ট কখনও থাকলে তা মানুষকে ছেড়ে যায় না। আর ট্যালেন্ট থাকলে মানুষ সব রকম পরিস্থিতি কাটিয়ে বেরিয়েও আসতে পারে।জীবন অনেক শিক্ষা দিয়েছে আমায়। আমি দেখেছি মানুষ কেমন করে আমায় বার বার ঠকিয়েছে।‘
মোটের উপর রাখির গলায় যেন একটা বিষাদ। সেই চেনা মেজাজের উৎফুল্ল রাখিকে যেন পাওয়া যাচ্ছে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
