SVC 50: শঙ্করের পরিবর্তী ছবিতে কার সঙ্গে জুটি বাঁধছেন কিয়ারা আডবাণী?
বিগ বাজেটের এই পলিটিক্যাল ড্রামাতে থাকতে চলেছেন বলিউড এবং দক্ষিণের একাধিক তারকারা।
হায়দরাবাদ: কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। মাত্র কিছুদিন আগেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'শের শাহ' (Sher Shah)। কার্গিল যুদ্ধের শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার (Vikram Batra) জীবনের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। 'শের শাহ' ছবিতে কিয়ারা আডবাণী অভিনয় করেন শহিদ ক্যাপ্টেন বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার (Dimple Cheema) ভূমিকায়। ছবিতে কিয়ারা আডবাণীর অভিনয় প্রশংসিত হয়েছে নেট নাগরিকদের কাছে। তাঁরা অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। 'শের শাহ' ছবির প্রোমোশন চলাকালীনই ছিল অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনের বিশেষ উপহার হিসেবে অভিনেত্রী তখনই জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই তিনি পরিচালক শঙ্করের (Shankar) ছবিতে কাজ করতে চলেছেন। অবশেষে সেই ছবির লঞ্চ হল। বিগ বাজেট এবং তাবড় তাবড় তারকাদের নিয়ে তৈরি হতে চলেছে শঙ্করের পরবর্তী ছবি 'SVC 50'। বিগ বাজেটের এই পলিটিক্যাল ড্রামাতে থাকতে চলেছেন বলিউড এবং দক্ষিণের একাধিক তারকারা।
আরও পড়ুন - Nusrat Jahan: 'যশের সঙ্গে ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি', সন্তানের বাবা প্রসঙ্গে মুখ খুললেন নুসরত
সায়েন্স ফিকশন ছবি তৈরির জন্য পরিচিত নাম শঙ্কর। এর আগেও আমরা তাঁর পরিচালনায় একাধিক সায়েন্স ফিকশন ছবি দেখেছি। এবার শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনের ব্যানারে আসতে চলেছে তাঁর নতুন পলিটিক্যাল ড্রামা 'SVC 50'। জানা যাচ্ছে, শঙ্করের নতুন ছবিতে কিয়ারা আডবাণীর বিপরীতে থাকতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রাম চরন। এদিন ছবির গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল আর বলিউড অভিনেতা রণবীর সিংহকেও। রাম চরন এবং রণবীর সিংহের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিয়ারা আডবাণী। ইতিমধ্যেই সেই ছবিতে রণবীর সিংহের লুক নিয়ে চর্চায় মেতে উঠেছেন নেট নাগরিকরা। শুধু রণবীর সিংহই নন। 'SVC 50'-র গ্র্যান্ড লঞ্চে হাজির ছিলেন চিরঞ্জীবী, পরিচালক রাজামৌলিও। শোনা যাচ্ছে, পরিচালক শঙ্করের অন্য একটি ছবিতে থাকতে চলেছেন রণবীর সিংহ। যার শ্যুটিং শুরু হবে খুব শীঘ্রই।
আরও পড়ুন - Selmon Bhai Game: আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হল অনলাইন গেম 'সেলমন ভাই'-এ