Selmon Bhai Game: আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা জারি করা হল অনলাইন গেম 'সেলমন ভাই'-এ
Selmon Bhai Game: গত মাসেই মুম্বই সিভিল কোর্টে একটি অনলাইন ভিডিও গেম 'সেলমন ভাই'-এর নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করেন সলমন খান।
নয়াদিল্লি: বলিউড তারকা সলমন খান গত মাসেই মুম্বই সিভিল কোর্টে একটি অনলাইন ভিডিও গেম 'সেলমন ভাই'-এর নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ করেন। 'টাইগার ৩' অভিনেতার দাবি ওই গেমের নাম ও ছবিগুলি আসলে তাঁর আদলেই তৈরি। সলমন খানের অনুরাগীরা তাঁকে ভালবেসে 'সলমন ভাই' বলে ডাকেন। তাঁর দাবি ওই অনলাইন গেমের নাম 'সেলমন ভাই'-ও সেই আদলেই রাখা।
এবার, এক রিপোর্ট অনুযায়ী, মুম্বই সিভিল কোর্ট একটি নির্দেশিকা জারি করেছেন, যেটা অনুযায়ী ওই গেমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই খেলাটি বলিউড তারকা যে 'হিট অ্যান্ড রান' কেসের সঙ্গে জড়িত তার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সিভিল আদালতের বিচারক কে এম জয়সওয়াল সোমবার অর্ডার পেশ করেন এবং মঙ্গলবার তা প্রকাশ করা হয়।
রিপোর্টে আরও জানানো হয়েছে, 'আদালত গেমটির নির্মাতা, প্যারোডি স্টুডিওস প্রাইভেট লিমিটেড এবং এর পরিচালকদের খেলা বা অভিনেতা সম্পর্কিত অন্যান্য বিষয়বস্তু প্রচার, চালু, পুনরায় চালু এবং পুনরায় তৈরি করায় নিষেধাজ্ঞা জারি করেছে। আদালত নির্মাতাদের গুগল প্লে স্টোর এবং অন্যান্য সমস্ত প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে গেমটি বন্ধ বা নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছে।'
আরও পড়ুন: অন্ধকারে ভয় পাই, ভূতের সামনে পড়তে চাই না: ইশা
রিপোর্টে দাবি করা হয়েছে, এই গেমের জন্য সলমন খান কখনও সম্মতি জানাননি। ফলে এক্ষেত্রে তাঁর ব্যক্তিগত স্বাধীনতা ও ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।
আদালত 'সেলমন ভাই' গেম নির্মাতাদের সলমনের আবেদনে তাদের হলফনামা দাখিল করতে নির্দেশ দিয়েছে এবং বিষয়টির পরবর্তী শুনানি হবে ২০ সেপ্টেম্বর।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সলমন খানের নতুন ছবির লুক প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়। ভাইজানের নতুন ছবি 'টাইগার থ্রি'-র নীল জিনস, সাদা টি-শার্ট, লাল জ্যাকেট, বড় চুল এবং লাল দাড়িতে মুহূর্তে ভাইরাল সলমনের নতুন লুক।
টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'টাইগার থ্রি' নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সলমন খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করছেন আর এক বলিউড নায়ক ইমরান হাশমিও। একটি সাক্ষাৎকারে ইমরান হাশমিকে প্রশ্ন করা হয়েছিল যে, সলমন খানের বিপরীতে তাঁর অভিনয় দর্শকরা কতটা পছন্দ করবে আর কেনই বা পছন্দ করবে? উত্তরে ইমরান হাশমি বলেন যে, 'কারণ আমি একজন ভাল অভিনেতা'।