এক্সপ্লোর
Advertisement
সুশান্তের আত্মহত্যা কেন? বিতর্কের মধ্যেই কর্ণের পাশে রামগোপাল, বললেন, স্বজনপোষণ না থাকলে সমাজটাই তো ভেঙে যাবে!
হঠাৎ করে সুশান্তকে কেন স্বজনপোষণের শিকার হিসাবে দেখানোর চেষ্টা চলছে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন রামগোপাল। তাঁর মতে, স্বজনপোষণ না থাকলে সমাজ টিকবে না।
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম বা স্বজনপোষণ বিতর্কে তোলপাড় বলিউড। কঙ্গনা রানাউতের মতো তারকাও বলেছেন, এটা আত্মহত্যা নয়। পরিকল্পিত খুন। পরিচালক শেখর কপূর বলেছেন, ‘আমি জানি তোর এই যন্ত্রণার জন্য কারা দায়ী।’ বলিউডে স্বজনপোষণের কাণ্ডারি বলা হচ্ছে পরিচালক কর্ণ জোহরকে। অনেকেই কর্ণ ও তাঁর সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে কর্ণ, সলমন খান, একতা কপূর-সহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী।
তবে বিতর্কের মধ্যে কর্ণের পাশে দাঁড়ালেন পরিচালক রামগোপাল বর্মা। তাঁর মনে হচ্ছে, কর্ণ জোহর পরিস্থিতির শিকার। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘কর্ণ জোহরের নিন্দা করা, তাঁর সমালোচনা করাটা মূর্খামি এবং সেটা বুঝিয়ে দিচ্ছে বলিউড সম্পর্কে মানুষ কতটা অজ্ঞ। যদি এটা মেনেও নেওয়া হয় সুশান্তের সঙ্গে করণের কোনও বিদ্বেষ ছিল, তাহলেও এটা একান্তই কোন চিত্রনির্মাতার ব্যক্তিগত সিদ্ধান্ত যে, সে কার সঙ্গে কাজ করবে আর করবে না।’
কর্ণ জোহরকেই পরিস্থিতির শিকার হিসাবে দেখছেন রামগোপাল। তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় কর্ণকে নিয়ে যে কাটাছেঁড়া চলছে, তাতে ওই তো বড় ভিক্টিম হয়ে যাচ্ছে।’
হঠাৎ করে সুশান্তকে কেন স্বজনপোষণের শিকার হিসাবে দেখানোর চেষ্টা চলছে, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন রামগোপাল। তাঁর মতে, স্বজনপোষণ না থাকলে সমাজ টিকবে না। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘নেপোটিজম ছাড়া সমাজ ভেঙে পড়বে কারণ স্বজনপোষণ হল সমাজব্যবস্থার প্রাথমিক ভিত্তি..যেমন আপনার অন্যের বউকে বা অন্যের ছেলেমেয়েকে বেশি ভালোবাসা উচিত নয়।’ রামগোপালের প্রশ্ন, ‘আপনারাই বলুন শাহরুখ খানের আরিয়ানকে লঞ্চ করা উচিত নাকি এমন কোনও অচেনা ছেলেকে যাঁর বেশি প্রতিভা আছে?’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement