Ranbir Alia Wedding: আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীতু কপূর
এই মুহূর্তে বি টাউনের সবথেকে বড় খবর এবং সকলের নজর যে দিকে রয়েছে, তা অবশ্যই রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে। 'গাঙ্গুবাঈ' অভিনেত্রীর সঙ্গে সম্পর্কই বা তাঁর কেমন? সে প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন নীতু।
মুম্বই: তেষট্টি বছর বয়সেও একইরকম সৌন্দর্য এবং চার্ম ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী নীতু কপূর (Neetu Kapoor)। তাঁর এই সৌন্দর্যের গোপন রহস্য কী, জানতে চাওয়ায় প্রয়াত ঋষি কপূরের স্ত্রীর সহাস্য জবাব, তিনি নিজের সম্পর্কে অত্যন্ত বেশি সচেতন এবং নিজেকে অনেকটা সময়ও দেন। সম্প্রতি তাঁকে একটি টেলিভিশন শো-তে দেখা গিয়েছে। বাচ্চাদের শো দিয়েই ছোট পর্দায় ডেবিউ করছেন তিনি। পাশাপাশি, এই মুহূর্তে বি টাউনের সবথেকে বড় খবর এবং সকলের নজর যে দিকে রয়েছে, তা অবশ্যই রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ে। 'গাঙ্গুবাঈ' অভিনেত্রীর সঙ্গে সম্পর্কই বা তাঁর কেমন? সে প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন।
আলিয়া প্রসঙ্গে নীতু-
এক সাক্ষাৎকারে নীতু কপূরকে জিজ্ঞাসা করা হয় যে, যখন তিনি রণবীর কপূরের সঙ্গে আলিয়া ভট্টের সম্পর্কের কথা জানতে পারলেন, তখন তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল। উত্তরে তিনি বলেন, 'আমি শুধু অপেক্ষা করে রয়েছি সেই মুহূর্তটার জন্য। যখন রণবীর আর আলিয়া বিয়ে করবে। আলিয়া সত্যিই খুব ভালো মেয়ে। আমি সবসময়ই ওর প্রশংসা করি। ও খুব ভালো মানুষও। আমি তো অপেক্ষা করে আছি যে, এখান থেকে প্যাক আপ করব। আর বাড়ি গিয়ে দেখব যে ওরা বিয়ে করে ফেলেছে।'
আরও পড়ুন - Lock Upp: ফের হৃত্বিক প্রসঙ্গ তুলে বিস্ফোরক কঙ্গনা রানাউত
প্রসঙ্গত, এরই মাঝে ক্যামেরাবন্দি হল বান্দ্রায় (Bandra) রণবীরের নতুন নির্মীয়মান বাড়ি। সূত্রের খবর, সেই বাড়ি সেজে উঠতে শুরু করেছে আলোয়। 'কৃষ্ণা রাজ' বাংলো (Krishna Raj Bunglow) আপাতত তৈরি হচ্ছে। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একাধিক শ্রমিককে দেখা যায় বাংলোর গায়ে এলইডি স্ট্রিং লাইট দিয়ে সাজানোর কাজে ব্যস্ত। বিগত সময়ে একাধিকবার এই বহুতলে রণবীর, আলিয়া ও নীতু কপূরকে যাতায়াত করতে দেখা গেছে। কাজ কতদূর এগিয়েছে মূলত তা দেখতেই হাজির হতেন। সূত্রের খবর, বিয়ের পর দুই তারকা এই বাংলোতেই নিজেদের নতুন সংসার পাতবেন।