Ranbir-Alia Wedding Preparations: সামনেই 'রণালিয়া'র বিয়ে! আলোয় সাজছে রণবীরের নতুন বাড়ি
Ranbir-Alia Wedding Preparations: বিগত সময়ে একাধিকবার এই বহুতলে রণবীর, আলিয়া ও নীতু কপূরকে যাতায়াত করতে দেখা গেছে। সূত্রের খবর, বিয়ের পর 'রণালিয়া' এই বাংলোতেই নিজেদের নতুন সংসার পাতবেন।
মুম্বই: বিয়ের খবর সিলমোহর পড়েছে গতকালই। ১৩ তারিখ থেকে শুরু হতে চলেছে বিয়ের অনুষ্ঠান। সাত পাকে বাঁধা পড়বেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর (Alia Bhatt and Ranbir Kapoor)। আর এরই মাঝে ক্যামেরাবন্দি হল বান্দ্রায় (Bandra) রণবীরের নতুন নির্মীয়মান বাড়ি। সূত্রের খবর, সেই বাড়ি সেজে উঠতে শুরু করেছে আলোয়।
রণবীরের নতুন বাড়ি সাজছে আলোয়
'কৃষ্ণা রাজ' বাংলো (Krishna Raj Bunglow) আপাতত তৈরি হচ্ছে। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে একাধিক শ্রমিককে দেখা যায় বাংলোর গায়ে এলইডি স্ট্রিং লাইট দিয়ে সাজানোর কাজে ব্যস্ত।
বিগত সময়ে একাধিকবার এই বহুতলে রণবীর, আলিয়া ও নীতু কপূরকে যাতায়াত করতে দেখা গেছে। কাজ কতদূর এগিয়েছে মূলত তা দেখতেই হাজির হতেন। সূত্রের খবর, বিয়ের পর 'রণালিয়া' এই বাংলোতেই নিজেদের নতুন সংসার পাতবেন।
সাত পাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট (Rahul Bhatt) বলেন, 'হ্যাঁ। বিয়েটা হচ্ছে। আর আমি সেখানে আমন্ত্রিত রয়েছি। যদিও আমি সেখানে একেবারেই গান গাইতে কিংবা নাচতে যাচ্ছি না। আমি পেশাগতভাবে একজন জিম প্রশিক্ষক। আর সেখানে আমাকে বাউন্সারের ভূমিকাতেও দেখা যেতে পারে। আমি এই বিয়ের রক্ষাকারী।' আলিয়া ভট্টের কাকা রবিন ভট্ট আবার অন্যদিকে জানিয়েছেন যে, আগামী ১৫ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor Alia Bhatt Wedding)। উৎসব শুরু হয়ে যাবে ১৩ এপ্রিল থেকে। অতএব, আলিয়া ভট্টের পরিবারের দুই সদস্যের কথায় পরিষ্কার যে, গুঞ্জন মতো চলতি মাসের মাঝামাঝিতেই বিয়ে হতে চলেছে তাঁদের।
আরও পড়ুন: RRR Global Box Office: ফের রেকর্ড ভাঙল 'আর আর আর'! বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ
রণবীর-আলিয়ার বিয়ের আবহেই প্রকাশ্যে এল তাঁদের ছবি 'ব্রহ্মাস্ত্র'র (Brahmastra) নতুন পোস্টার। সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে চমক দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)।