RRR Global Box Office: ফের রেকর্ড ভাঙল 'আর আর আর'! বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ
RRR Global Box Office: প্রসঙ্গত, ভারতের বৃহত্তম অ্যাকশন ড্রামা 'আর আর আর' প্রথম ভারতীয় ছবি যা ডলবি সিনেমায় মুক্তি পায়। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভট্ট, অলিভিয়া মরিস প্রমুখ।
মুম্বই: ফের একবার রেকর্ড গড়ল এস এস রাজামৌলির (SS Rajamouli) সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'আর আর আর' (RRR)। ছবি মুক্তির মাত্র ১৬ দিনের মধ্যে গোটা বিশ্বে ১০০০ কোটির ক্লাবে (1000 Crore Club) প্রবেশ করল এই ছবি।
বিশ্বজুড়ে ১০০০ কোটির ব্যবসা 'আর আর আর'-এর
বিশ্ব জুড়ে মোট ১০০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে রাজামৌলির 'আর আর আর'। এর আগে যে দুটি ছবি এই রেকর্ড গড়েছে তা হল আমির খানের 'দঙ্গল' (Dangal) ও রাজামৌলির 'বাহুবলী ২' (Bahubali 2)।
অর্থাৎ 'বজরঙ্গী ভাইজান', 'সিক্রেট সুপারস্টার', 'পিকে'-কে পিছনে ফেলে 'আর আর আর' হচ্ছে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।
প্রসঙ্গত, ভারতের বৃহত্তম অ্যাকশন ড্রামা 'আর আর আর' প্রথম ভারতীয় ছবি যা ডলবি সিনেমায় মুক্তি পায়।
'আর আর আর' প্রসঙ্গে
এই ছবিতে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম ও অল্লুরি সীতারাম রাজুর কাহিনি গল্পের আকারে তুলে ধরা হয়েছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এই ছবি।
আরও পড়ুন: Shah Rukh Khan Update: সুহানা-আব্রামের সঙ্গে 'ডে আউট' শাহরুখের, ভাইরাল ছবি
ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআরের সঙ্গে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভট্ট, অলিভিয়া মরিস প্রমুখ।
সাফল্যের শিখরে 'আর আর আর'
মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে 'আরআরআর' (RRR)। 'বাহুবলী' পরিচালক রাজামৌলির এই ছবি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছে প্রতিদিন। কিছুদিন আগে মুম্বইয়ে 'আরআরআর'-এর সাফল্যের জন্য পার্টি ছিল। আর তাতেই বসেছিল চাঁদের হাট। ছবির সাফল্য উপলক্ষে দেওয়া পার্টিতে উপস্থিত ছিলেন জাভেদ আখতার। সেখানে রাম চরণকে খালি পায়ে দেখে অবাক নেটিজেনরা। জানা গিয়েছে, আয়াপ্পা দীক্ষার রীতি পালন করছেন দক্ষিণী অভিনেতা রাম চরণ। আয়াপ্পা দীক্ষার নিয়মের জন্যই ৪৮দিন জুয়ো পায়ে দিয়ে হাঁটবেন না তিনি।