রণবীর যেমন গতকাল আলিয়ার বাড়ি পা রাখলেন, আলিয়াও তেমনই গিয়েছেন রণবীরের মা নীতু সিংহের কাছে। একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
2/11
নীতুকে প্রায়ই আলিয়ার ছবিতে কমেন্ট করতে দেখা যায়।
3/11
শোনা যাচ্ছে, রণবীর, আলিয়ার বিয়ের খুব বেশি দেরি বোধহয় নেই। মাত্র কয়েকদিন আগে রণবীরের বাবা ঋষি কপূর ট্যুইট করেছেন, সময় হয়ে গিয়েছে। তোমরা দুজনে এখন বিয়েটা করে ফেললে কেমন হয়?
4/11
গতকাল রাতে দুজনকে একসঙ্গে দেখা যায়।
5/11
আলিয়া, রণবীর একসঙ্গে কাজ করেছেন ব্রহ্মাস্ত্র ছবিতে। দেখা যাক, ওঁদের চারহাত কবে একসঙ্গে হয়। সব ছবিই মানব মঙ্গলানির তোলা।
6/11
রণবীরের বৃহস্পতি এখন তুঙ্গে নিঃসন্দেহ। সঞ্জু তাঁর কেরিয়ারে বিরাট মাইলস্টোন হতে চলেছে। সুপারহিট ছবি। বক্স অফিসে ঝড়, অনেক রেকর্ড তছনছ।
7/11
হালে যেখানেই রণবীর, আলিয়াকে একসঙ্গে দেখা যায়, ক্যামেরা ছোটে তাঁদের পিছন পিছন।
8/11
রণবীরের যাওয়ার কারণটা অবশ্য জানা যায়নি।
9/11
না, শোনা যাচ্ছে, আলিয়া নন, রণবীর গিয়েছিলেন আলিয়ার বাবা মহেশ ভট্টের সঙ্গে দেখা করতে। সেই সময় ছবিগুলি তুলেছেন মানব মঙ্গলানি।