8 Years of Highway: 'হাইওয়ে' ছবির ৮ বছর পূর্তি উদযাপন রণদীপ হুডার
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'হাইওয়ে' ছবির একাধিক স্টিল ছবি ও ভিডিও পোস্ট করেছেন রণদীপ হুডা। ছবি পোস্ট করে রণদীপ হুডা লিখেছেন, 'মহাবীরের আট বছর।' সঙ্গে হ্যাশট্যাগে হাইওয়ে এবং মহাবীর লিখেছেন
মুম্বই: আট বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল বলিউড অন্যতম প্রশংসিত ছবি 'হাইওয়ে' (Highway)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণদীপ হুডা এবং আলিয়া ভট্ট। পরিচালক ইমতিয়াজ আলির এই ছবি দেখতে দেখতে আট বছর পূর্ণ করে ফেলল। আর কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবির আট বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুভূতি প্রকাশ করলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'হাইওয়ে' ছবির একাধিক স্টিল ছবি ও ভিডিও পোস্ট করেছেন রণদীপ হুডা। ছবি পোস্ট করে রণদীপ হুডা লিখেছেন, 'মহাবীরের আট বছর।' সঙ্গে হ্যাশট্যাগে হাইওয়ে এবং মহাবীর লিখেছেন তিনি। প্রসঙ্গত, এই ছবির প্রেক্ষাপট হল, উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা কেমন সমস্যার সম্মুখীন হন। এই ছবিতে রণদীপ হুডার অভিনীত চরিত্রের নাম মহাবীর। যে বীরা (আলিয়া ভট্ট অভিনীত চরিত্রের নাম) কে অপহরণ করে। এই প্রেক্ষাপটেই বেড়ে চলে ছবির গল্প। টানটান উত্তেজনা ভরা 'হাইওয়ে' ছবির সমালোচকদের কাছেও প্রশংসা অর্জন করে নেয়।
আরও পড়ুন - Shakuntalam First Look: 'শকুন্তলম' ছবিতে সামান্থা প্রভুর নয়া লুক, চোখ সরাতে পারছে না নেট দুনিয়া
'হাইওয়ে' ছবির আট বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন পরিচালক ইমতিয়াজ আলিও। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।
প্রসঙ্গত, রণদীপ হুডাকে খুব শীঘ্রই দেখা যাবে 'আনফেয়ার অ্যান্ড লাভলি' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ইলিয়ানা ডিক্রুজ। অভিনেতাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সলমন খানের 'রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে। অন্যদিকে পরিচালক ইমতিয়াজ আলির শেষ ছবি মুক্তি পায় ২০২০ সালে। কার্তিক আরিয়ান ও সারা আলি খান অভিনীত 'লভ আজ কল' ছবিটি মুক্তি পায় ২০২০ সালে।