Shakuntalam First Look: 'শকুন্তলম' ছবিতে সামান্থা প্রভুর নয়া লুক, চোখ সরাতে পারছে না নেট দুনিয়া
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'শকুন্তলম'-এর পোস্টার শেয়ার করেছেন 'ও অন্তাভা' অভিনেত্রী সামান্থা প্রভু। ছবি পোস্ট করে সামান্থা লিখেছেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'
![Shakuntalam First Look: 'শকুন্তলম' ছবিতে সামান্থা প্রভুর নয়া লুক, চোখ সরাতে পারছে না নেট দুনিয়া Samantha looks ethereal in first look of 'Shakuntalam', know in details Shakuntalam First Look: 'শকুন্তলম' ছবিতে সামান্থা প্রভুর নয়া লুক, চোখ সরাতে পারছে না নেট দুনিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/22/76aafadd40e64db2c42d7dba4b5ab932_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে (Samantha Ruth Prabhu) খুব শীঘ্রই দেখা যাবে 'শকুন্তলম' (Shakuntalam) ছবিতে। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন অভিনেত্রী। বন্য পরিবেশে ময়ূর, হরিণ, হাঁস ও আরও কিছু বন্যপ্রাণীর সঙ্গে বসে রয়েছেন তিনি। নেট দুনিয়ায় অভিনেত্রীর এমন ছবি পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'শকুন্তলম'-এর পোস্টার শেয়ার করেছেন 'ও অন্তাভা' অভিনেত্রী সামান্থা প্রভু। ছবি পোস্ট করে সামান্থা লিখেছেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, 'স্বর্গীয়ও বটে।' অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।' বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন সামান্থা প্রভু।
'শকুন্তলম' ছবিটি পরিচালনা করছেন পরিচালক গুণশেখর। এই ছবিটি প্রযোজনা করছেন নীলিমা গুণা এবং দিল রাজু। এই ছবিতে শকুন্তলা রূপে সামান্থা ছাড়াও দুঃষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। কালীদাসের জনপ্রিয় কাব্য শকুন্তলার উপর নির্ভর করেই এই ছবি তৈরি হচ্ছে।
আরও পড়ুন - Ali Fazal Update: এক সপ্তাহে ছবির ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা, আনন্দে মেনুতে বিশেষ খাবার আলি ফজলের
'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেত্রী সামান্থা প্রভুকে শেষবার পর্দায় দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' ছবির জনপ্রিয় গান 'ও অন্তাভা'-তে। পাশাপাশি সম্প্রতি জানা গিয়েছে, সামান্থা প্রভুর (Samantha Ruth Prabhu) আগামী ছবি 'যশোদা' (Yashoda) ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। এই ছবির জন্য একটি বিশালকার সেট তৈরি হয়েছে যার তৈরি খরচ পড়েছে প্রায় ৩ কোটি টাকা। জানা গেছে যে সামান্থার আসন্ন সিনেমা 'যশোদা'-এর নির্মাতারা আপাতত শ্যুটিংয়ের জন্য সেই বিশাল সেট তৈরি করতে ব্যস্ত। একটি সাত তারা হোটেলের আদলে (reprising a seven-star hotel) জমকালো সেট তৈরি করা হয়, যা সিনেমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটগুলির মধ্যে অন্যতম। আর্ট ডিরেক্টর অশোক সেটের তত্ত্বাবধানে রয়েছেন, কারণ বর্তমানে বেশ কয়েকজন কারিগর সুন্দর সেট তৈরির কাজ করছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)