এক্সপ্লোর
‘রেঙ্গুন’-এর ‘ব্লাডি হেল’ গানে আগুনে কঙ্গনা

মুম্বই: শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘কাট্টি বাট্টি’-তে। এবার ৪০-এর দশকের স্ক্রিন ঝলসানো নায়িকা জুলিয়ার বেশে কঙ্গনা রানাওয়াত। বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’-এর ‘ব্লাডি হেল’ গানে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
ইংরেজ সেনা অফিসারদের সামনে কঙ্গনার নাচ এক ঝটকায় দর্শকদের নিয়ে যাবে স্বাধীনতা পূর্ব ভারতের সদ্য ভূমিষ্ঠ টকিজের যুগে, যখন চাবুক হাতে, ঘোড়ার পিঠে চেপে পর্দায় আসতেন ‘ফিয়ারলেস’ নায়িকার দল।
দেখুন সেই গানটি
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রেঙ্গুন’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























