Rani Mukerji: 'গর্ভাবস্থার পাঁচ মাসের মধ্যে সন্তানকে হারিয়েছিলাম', জীবনের কঠিন দিনগুলোর কথা স্মরণ করলেন রানি
Rani Mukerji Miscarriage: কেমন ছিল অতীতের সেই কঠিন দিনগুলো?
কলকাতা: একটা সময় বলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে রাজত্ব করেছেন রানি মুখোপাধ্য়ায় (Rani Mukherji) । গত কয়েক বছর কর্মজীবন থেকে বিরতি নিয়ে স্বামী-সন্তান নিয়ে মন দিয়ে সংসার সামলাচ্ছিল অভিনেত্রী। তবে সম্প্রতি 'মর্দানি ২', (Mardani 2) 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির হাত ধরে আবারও জোরদার কামব্য়াক করেছেন তিনি। আর সম্প্রতি নিজের অতীত জীবনের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী।
রানি মুখোপাধ্য়ায় জানান, '২০২০ সালে আমি গর্ভবতী (Rani Mukherjee Miscarriage) হয়েছিলাম ও গর্ভাবস্থার পাঁচ মাসের মধ্যে সন্তানকে হারিয়েছিলাম।' 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবির প্রযোজক এই ঘটনা জানতে পেরে ১০ দিনের মধ্য়ে আমার সঙ্গে কথা বলেন এবং এই ছবির জন্য় অফার করেন। কারণ ওঁর মনে হয়েছিল সন্তান হারানোর দুঃখ আমি যথাযথ ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারব। তবে ছবি মুক্তির আগে আমি এই খবর প্রকাশ্য়ে আনিনি কারণ মানুষ ভাবত আমি ছবি প্রচারের জন্য় এমন করেছি।'
প্রসঙ্গত, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিটি মনে রেখেছে দর্শক। এক প্রবাসী বাঙালি বাবা-মা আর তাঁদের সন্তানদের জীবনযাপনের প্রেক্ষাপটেই গল্পের বুনন তৈরি করেছিলেন। একজন মা নিজের সন্তানদের রক্ষার্থে কীভাবে গোটা দেশের সঙ্গে লড়াই চালানোর ক্ষমতা রাখেন সেই গল্প নিয়েই তৈরি হয়েছিল এই ছবি।
আরও পড়ুন...
অ্যালঝাইমার্সের গোলক-ধাঁধায় 'পথ হারানোর' আশঙ্কা বেশি মহিলাদের? কী ভাবে মোকাবিলা? কী বললেন বিশেষজ্ঞরা
এই ছবির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলে বলিউডের বাদশা শাহরুখ খান। (Shahrukh Khan) ছবির গোটা টিমকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। তবে বিশেষভাবে উল্লেখ করেন রানি মুখোপাধ্য়ায়ের কথা। ছবির প্রশংসায় তিনি ট্য়ুইট করে লিখেছিলেন, “মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য় আমার রানি, এই পারফরম্যান্স একজন রানির পক্ষেই সম্ভব। পরিচালক আশিমা অত্য়ন্ত সংবেদনশীলতার সঙ্গে একজন মায়ের সংগ্রাম তুলে ধরেছেন। ছবিটি অবশ্য়ই দেখুন।”
শাহরুখের পাশপাশি, কিয়ারা আডবাণীও (Kiara Advani) তার ইনস্টাগ্রামে পোস্টে ছবিটি সম্পর্কে আবেগপূর্ণ মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, 'এই গল্প হৃদয়কে ছুঁয়ে যায়। রানি মুখোপাধ্য়ায়, তুমিই সেরা। অবিশ্বাস্য পারফরম্যান্স পুরো টিমের। এটা জেনে আমার হৃদয় ভেঙে যায় যে এমনও পরিবার আছে যারা এই ঘটমার মধ্য দিয়ে যায়। একজন মায়ের শক্তি অতুলনীয়। এমন একটি গল্প তুলে ধরার জন্য পুরো টিমকে অভিনন্দন।'
আলিয়া ভট্টও ছবিটি দেখে আপ্লুত হয়েছিলেন। তিনি লিখেছিলেন, “শনিবার রাত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' দেখতে গিয়ে মা আর বোনের সঙ্গে আমিও কান্নায় ভেঙে পড়লাম। রানি মুখোপাধ্য়ায় প্রতিবারের মতই অসম্ভব উজ্জ্বল। 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' একটি গল্প বলার মতো গুরুত্বপূর্ণ বিষয় । আমার জন্য, বিশেষ করে একজন নতুন মা হিসাবে, আমাকে এই ছবি বিশেষভাবে নাড়া দিয়ে গেছে। রানি ম্যাম - আপনার মত কেউ নেই!"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial